Apan Desh | আপন দেশ

তারেক-জুবাইদার সাজার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ২ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:০৯, ২ আগস্ট ২০২৩

তারেক-জুবাইদার সাজার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াপল্টন। বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি, যুবদল, ও ছাত্রদলের নেতাকর্মীরা।

অবৈধ সম্পদের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত।

এ রায়ের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার জন্য কাকরাইল, নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় পুলিশ মোতায়ের করা হয়। মিছিল ছিল শান্তিপুর্ণ। পুলিশ বা নিরাপত্তা বাহিনী কোন প্রকার বাধা দেয়নি। 

আরও পড়ুন: তারেক রহমানের ৯, জোবায়দা রহমানের ৩ বছরে কারাদণ্ড

বুধবার (২ আগস্ট) বিকেল চারটায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা নয়াপল্টনে সরকারবিরোধী স্লোগান দিয়ে কাকরাইল মোড় প্রদক্ষিণ শেষে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে এসে মিলিত হন । বিএনপি কার্যালয় ও এর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থায় রয়েছেন।  

এদিকে তারেক ও জুবাইদার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিকেলে গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়