-ফাইল ছবি
ঢাকা: চিকিৎসা শেষে প্রায় একমাস পর আজ ( ৮ আগস্ট) দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। মঙ্গলবার দুপুরে ব্যাংকক থেকে দেশে ফেরার কথা রয়েছে সাবেক এই ফার্স্ট লেডির।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৫ জুলাই ব্যাংকক যান রওশন এরশাদ। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছেলে রাহ্গির আলমাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ রয়েছেন। ঢাকা ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এই জাপা নেত্রী।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।