ছবি : সংগৃহীত
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া প্রয়োজন বলে মনে করে মেডিকেল বোর্ড। তার চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন -এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তাার কবর জিয়ারত শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি কুচক্রী মহল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নির্মূলের চক্রান্ত করে যাচ্ছে।
আরও পড়ুন: খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশজুড়ে মানুষ সোচ্চার হয়েছে। এক দফা দাবি আদায় করেই খালেদা জিয়া ও বিএনপিকে মুক্ত করা হবে।
মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন।
এর আগে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।