ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ৭৯তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে তিনি পিতার কর্মস্থল দিনাজপুরে জন্মগ্রহণ করেন। গত কয়েক বছরের মতো এবারো তার জন্মদিনে কোনো কর্মসূচি পালন করছে না বিএনপি। তবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন নেত্রীর জন্য আগামীকাল বুধবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে দলটি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও বুধবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ফলে এ দিনটিতে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন নিয়ে বিতর্ক তৈরি হয়। এ অবস্থায় খালেদা জিয়ার সিদ্ধান্তে ২০১৬ সাল থেকে ঘটা করে তার জন্মদিন উদযাপন বন্ধ রাখে বিএনপি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিক্যাল বোর্ড এখন দিনে দুই থেকে তিনবার বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছে।
আরও পড়ুন <> খালেদা জিয়া চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’
৭৯ বছরে পা দেয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন চিকিৎসকরা।
বিএনপির দাফতরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরেই; বাবার কর্মস্থলে।
১৯৬০ সালের আগস্টে বগুড়ার ক্যান্টনমেন্টের তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদা জিয়ার। তাদের দুই ছেলে। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে লন্ডনে আছেন। ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে মারা যান।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।