
ফাইল ছবি
২০২৪ সালের হজের জন্য বিদেশি নাগরিকদের নিবন্ধন শুরু করেছে সৌদি আরব। সোমবার (২৫ ডিসেম্বর) থেকে এই নিবন্ধন শুরু হযয়েছে।
ওইদিন সৌদি হজ মন্ত্রণালয় জানায়, মুসলিম হজযাত্রীরা মন্ত্রণালয়ের অধীনে নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন ৷ পরিবারের সদস্যসরাও নিবন্ধিত হতে পারবে।
এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া মহাদেশের হজযাত্রীদের জন্য এই ঘোষণা। নুসুক হজ অ্যাপ্লিকেশনের মাধ্যমেতারা আবেদন করতে পারবেন। নিবন্ধন সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
নুসুক হজ হল- হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ওয়ান-স্টপ-শপ প্ল্যাটফর্ম। মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের হজ প্যাকেজ অফার করা হবে। একইসঙ্গে এর মাধ্যমে নির্বিঘ্ন হজ পালনও নিশ্চিত করা হবে।
ই-মেইলের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খোল যাবে। নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে সৌদি গেজেট।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।