Apan Desh | আপন দেশ

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে শাবান মাস। চাঁদ দেখা সাপেক্ষে, এবার পবিত্র রমজান শুরু হতে পারে আগামী ১২ বা ১৩ মার্চ। ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। রমজান শুরুর সময় ১২ মার্চ ধরে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি ইফা ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।

সময়সূচি অনুযায়ী, ১২ মার্চ মঙ্গলবার প্রথম রমজান শুরু। এদিন ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট। আর ইফতারির সময় ৬টা ১০ মিনিট।

আরও পড়ুন>> শবে বরাত কবে, জানাল চাঁদ দেখা কমিটি

অপরদিকে এবার ৩০ রোজা হলে ১০ এপ্রিল রোজা শেষ হতে পারে। সেদিন ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ২০ মিনিট। আর ইফতারির সময় ৬টা ২২ মিনিট।

সময়সূচিতে বলা হয়েছে, ১ রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকে তিন মিনিট আগে ধরা হয়েছে। ফজরের ওয়াক্ত শুরু সুবহে সাদিকের তিন মিনিট পরে রাখা হয়েছে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

দেশের অন্যান্য বিভাগ, জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইফার বিভাগীয়, জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

সেহরি ও ইফতারের সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়