Apan Desh | আপন দেশ

হাজিদের ১৬ ভাষায় ১৫ নির্দেশনা সৌদির

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১৬ মে ২০২৪

আপডেট: ১৬:০২, ১৬ মে ২০২৪

হাজিদের ১৬ ভাষায় ১৫ নির্দেশনা সৌদির

ছবি: সংগৃহীত

মক্কায় আগত হজযাত্রীদের সচেতনতা বৃদ্ধির জন্য ১৫ নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। এসব নির্দেশনা বিশ্বের ১৬টি ভাষায় অনুবাদ করা হয়েছে। ফলে হজযাত্রীরা খুব সহজেই সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।

নির্দেশনায় প্রয়োজনীয় সব তথ্য ও আইন, স্বাস্থ্য, পদ্ধতি ও ব্যবস্থাপনা বিষয় অর্ন্তভুক্ত রয়েছে। সহজ ভাষায়, বিশদ চিত্র ও প্রতীক সংযুক্ত করা হয়েছে। পাশপাশি শিক্ষামূলক ভিডিও ক্লিপ রয়েছে, অডিও শোনারও ব্যবস্থা আছে।

সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, আল্লাহর মেহমানদের মাঝে বেশি ব্যবহৃত ভাষাগুলোতে সচেতনতা বৃদ্ধিতে নির্দেশনা অনুবাদ করা হয়েছে। এর মধ্যে আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, বাংলা, ইন্দোনেশিয়ান, হাউসা, আমহারিক, ফার্সি, স্প্যানিশ, তুর্কি, রাশিয়ান, সিংহলি, উজবেক এবং মালয়েশিয়ান উল্লেখযোগ্য।

নির্দেশনাগুলো সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া বা নিম্নোক্ত লিংকে পাওয়া যাবে- https://www.haj.gov.sa/Guides

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়