ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ পালনে মুসলিমরা সৌদি আরবে যাচ্ছেন। অনুমতি বা বৈধ ভিসা ব্যতিত হজ পালন থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে সৌদি সরকার। ইতোমধ্যেই এ সংক্রান্ত আন্তর্জাতিক প্রচারণা শুরু করেছে দেশটির হজ মন্ত্রণালয়।
বিশ্বের বহুল প্রচলিত ১৫টি সচেতনতা ও শিক্ষামূলক প্রচারণা করা হচ্ছে। এ থেকে হজযাত্রীরা বিমানে বসেই নিজ নিজ ভাষায় হজ সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণ পাবেন। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটেও এ সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে।
হজযাত্রীদের কাছে এ সকল বার্তা পৌঁছাতে ২০টি আন্তর্জাতিক বিমানবন্দর, বিভিন্ন ইসলামি কেন্দ্র ও ব্যক্তির সঙ্গে সমন্বয় করেছে সৌদি সরকার।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতোমধ্যেই হজ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দিয়েছে। এর মধ্যে অন্যতম মসজিদুল হারাম গাইড, মসজিদে নববী গাইড ও মসজিদে নববী পরিষেবা গাইড।
এসব নির্দেশনাগুলো পাওয়া যাবে এ লিংকে- https://www.haj.gov.sa/Guides
আপন দেশ/এবি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।