Apan Desh | আপন দেশ

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২৬ মে ২০২৪

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

মো. শাজাহান। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত মো. শাজাহানের (৪৮) বাড়ি ঢাকার কদমতলীতে। ২৫ মে তিনি মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ছয়জন হজযাত্রী মারা গেলেন। 

রোববার (২৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ১৫ মে প্রথম মারা যান নেত্রকোণার কেন্দুয়ার মো. আসাদুজ্জামান (৫৭), ১৮ মে মারা যান ভোলা সদরের মো. মোস্তোফা (৮৯), ২১ মে মারা যান কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. লুৎফর রহমান (৬৫), ২৩ মে মারা যান ঢাকার নবাবগঞ্জের মো. মুর্তাজুর রহমান খান (৬৫) এবং ২৩ মে চট্টগ্রামের ফতেপুরের মো. ইদ্রিস (৬৪)।

আরও পড়ুন>> ভিসা বিড়ম্বনায় এখনও ৭ হাজার হজযাত্রী

সৌদি আরবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মরদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়