Apan Desh | আপন দেশ

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ২ জুন ২০২৪

হজে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু

সৌদিতে মৃত্যুবরণকারী মো. নুরুল আলম (৬১)। ছবি: সংগৃহীত

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের মোট নয়জন হজযাত্রী মারা গেলেন।

রোববার (২ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।

সবশেষ বুলেটিনে বলা হয়, গত শুক্রবার (৩১ মে) সৌদিতে মৃত্যুবরণ করেন মোহাম্মদ নুরুল আলম (৬১)। মক্কায় মারা যান তিনি। এ নিয়ে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত নয়জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে সাতজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

বুলেটিনে আরও বলা হয়, শনিবার রাত আড়াইটা পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৪১টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়