Apan Desh | আপন দেশ

পবিত্র মসজিদে নববিতে প্রায় ৮ কোটি মুসল্লি

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ৮ জুন ২০২৪

পবিত্র মসজিদে নববিতে প্রায় ৮ কোটি মুসল্লি

ছবি: সংগৃহীত

ইসলাম ধর্মের দ্বিতীয় মর্যাদাপূর্ণ স্থান পবিত্র মসজিদে নববি। এতে প্রায় ৮ কোটি মুসল্লি উপস্থিত হয়েছেন। চলতি বছরের প্রথম তিন মাসে তারা পবিত্র এ মসজিদে উপস্থিত হন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল অথরিটির সূত্রে সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

জেনারেল অথরিটি বিভাগ আরও জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে মসজিদে নববিতে সাত কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৫৭৮ জন নামাজে উপস্থিত হয়েছেন। এ সময়ে মহানবী মুহাম্মদ (সা.)-এর পবিত্র কবর জিয়ারত করেছেন প্রায় ৭৩ লাখ মুসল্লি। আর রওজা শরিফে নামাজ পড়েছেন প্রায় ৩২ লাখ। তারা নিবন্ধন করে পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন।

এদিকে আসন্ন হজ উপলক্ষে পবিত্র কাবাঘর তাওয়াফ করতে অত্যাধুনিক ২৫১টি গলফ কার্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে বয়স্ক ও শারীরিকভাবে প্রতিবন্ধী ওমরাহ পালনকারীরা তাওয়াফ করতে পারবেন। মক্কার পবিত্র মসজিদুল হারামের ছাদে নির্ধারিত সময়ে এসব যান চালাচল করবে।

তাছাড়া মসজিদুল হারাম ও এর আঙিনায় ২০টি স্থানে ১০ হাজার ম্যানুয়াল গাড়ি মোতায়েন করা হয়। এর মাধ্যমে প্রতিদিন অন্তত ৩৫ হাজার মুসল্লিকে সেবা দেয়া হবে।

পবিত্র হজ করতে সৌদি আরবে বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি সরকার।

সূত্র: গালফ নিউজ

আপন দেশ/এইউ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়