Apan Desh | আপন দেশ

সৌদি পৌঁছেছেন ৭৬৩২৫ হজযাত্রী, মৃত্যু ১২

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১০ জুন ২০২৪

সৌদি পৌঁছেছেন ৭৬৩২৫ হজযাত্রী, মৃত্যু ১২

ছবি: সংগৃহীত

চলতি বছরে এ পর্যন্ত ৭৬ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ পালন করতে গিয়ে ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। সোমবার (১০ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২১৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৭১ হাজার ১০৮ জন সৌদি গেছেন।

বাংলাদেশ থেকে ১১৯ ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০১, সৌদি এয়ারলাইন্সের ৬৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৭ ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১১ ও নারী একজন।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১২ জুন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়