Apan Desh | আপন দেশ

গর্ভবতী পশুর কোরবানি হবে?

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ১৩ জুন ২০২৪

গর্ভবতী পশুর কোরবানি হবে?

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা বা কোরবানি ঈদ সমাগত। আর তাই দেশজুড়ে এরই মধ্যে পশু কেনা শুরু হয়ে গেছে। সাধারণত গরু, ছাগল, ভেড়া এ ৩ পশু দিয়ে বাংলাদেশে কোরবানি করা হয়। কোরবানির পশু নিয়ে নানান প্রশ্নের মধ্যে একটি হলো, গর্ভবতী পশুর কোরবানি হবে?

কোরবানির নিয়ত করা হয়েছে এমন কোনো পশু যদি গর্ভবতী হয়, তাহলে তা কোরবানি করা জায়েজ। বাচ্চা জন্ম নেয়ার সময় ঘনিয়ে এসেছে এমন পশু কোরবানি করা মাকরুহ।

আরও পড়ুন>> ঋণ থাকলে কোরবানি দেয়া যাবে?

তবে জবেহ করার পর পেটে বাচ্চা পেলে তা সদকা করে দেয়া বা জবাই করে গোশত খাওয়া উভয়টি বৈধ। এক্ষেত্রে মৃত বাচ্চা পাওয়া গেলে তার গোশত খাওয়া বৈধ হবে না। (হেদায়া ৪/৪৩২, ফতোয়ায়ে শামি ৫/২২৭)

আবু সাঈদ খুদরি (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (সা.), আমরা উট, গরু ও ছাগল জবেহ করি। কখনো কখনো তার পেটে বাচ্চা পাই। আমরা ওই বাচ্চা ফেলে দেব, না খাবো? রাসূল (সা.) বললেন, ‘তোমাদের ইচ্ছা হলে খাও। কারণ বাচ্চার মাকে জবেহ করা বাচ্চাকে জবেহ করার শামিল’। (আবু দাউদ: ২৮২৭)

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়