ছবি: সংগৃহীত
ইসলামিক শিক্ষা অনুযায়ী পরকীয়া (বিবাহবহির্ভূত সম্পর্ক) একটি গুরুতর পাপএবং এটি কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে পরকীয়াকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। ইসলামে যে কোনো ধরনের অনৈতিক সম্পর্ক সমাজের নৈতিকতা ও পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে পারে বলে মনে করা হয়। তাই ইসলামে এ ধরনের কার্যকলাপকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে।
কোরআন ও হাদিসের দৃষ্টিতে পরকীয়া
পবিত্র কোরআনে আল্লাহ্ স্পষ্টভাবে বলেছেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেয়ো না; নিঃসন্দেহে এটি একটি অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ। (সূরা ইসরা, আয়াত ৩২)
এ আয়াত থেকে বোঝা যায় ব্যভিচার তথা পরকীয়া শুধু নিষিদ্ধই নয়। বরং এটি একটি বড় পাপ যা সমাজের জন্য বিপর্যয়কর হতে পারে। হাদিসেও উল্লেখ করা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, যে ব্যক্তি নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে, সে ব্যক্তির ঈমান দুর্বল হয়ে যায় এবং এটি একটি মারাত্মক অপরাধ। (সহিহ বুখারি)
পরকীয়ার সামাজিক প্রভাব
ইসলামে পারিবারিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ একটি পবিত্র সম্পর্ক। যা সততা, বিশ্বস্ততা এবং পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। পরকীয়ার ফলে এ পবিত্র সম্পর্ক নষ্ট হয়। এতে শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং গোটা পরিবার এবং সমাজকেও প্রভাবিত করে। এটি দাম্পত্য কলহ, সন্তানদের ওপর মানসিক প্রভাব এবং সামাজিক অবক্ষয় সৃষ্টি করতে পারে।
ইসলামে শাস্তির বিধান
ইসলামে ব্যভিচারের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। ইসলামী শাস্তি ব্যবস্থা অনুযায়ী, যদি কেউ বিবাহিত হওয়ার পরও পরকীয়া বা ব্যভিচার করে, তবে তাকে কঠোর শাস্তি দেয়ার কথা বলা হয়েছে। ইসলামী শরিয়া অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য প্রমাণ সাপেক্ষে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
নৈতিক শিক্ষা
ইসলাম মানুষকে আত্মসংযম ও নৈতিকতা শেখায়। প্রত্যেক মুসলমানকে নিজের বিবাহিত জীবনকে সম্মান করা এবং যেকোনো প্রকারের নৈতিক বিচ্যুতি থেকে বিরত থাকা উচিত। পবিত্র কোরআন ও হাদিসে আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলা মুমিনদের জন্য একটি মৌলিক দায়িত্ব।
ইসলামে পরকীয়া করা হারাম। এটি ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুতর অপরাধ। ইসলামিক আইন এবং নৈতিকতা মেনে চললে, বিবাহিত সম্পর্কের মর্যাদা রক্ষা করা যায় এবং পারিবারিক জীবনকে সুখী ও শান্তিপূর্ণ রাখা সম্ভব।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।