Apan Desh | আপন দেশ

নিয়মিত নামাজের ফযিলত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৪

নিয়মিত নামাজের ফযিলত

ছবি: সংগৃহীত

নামাজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। এটি মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিনম্রভাবে ইবাদত করার প্রধান মাধ্যম। নিয়মিত নামাজের মাধ্যমে একজন মুমিন যে আত্মিক ও দৈহিক কল্যাণ লাভ করেন, তা নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে বর্ণিত হয়েছে। নিচে নিয়মিত নামাজের ফযিলত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করা হলো:

১. পাপ মোচন ও ক্ষমা লাভ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে দিনে পাঁচবার সে নদীতে গোসল করে, তবে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কি? সাহাবীগণ বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তখন নবী (সা.) বললেন, নামাজ এরূপই, এর মাধ্যমে আল্লাহ বান্দার পাপসমূহ ধুয়ে দেন। (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)

২. জান্নাতে প্রবেশের উপায়
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে ও সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কেয়ামতের দিন সে ব্যক্তি জান্নাতের জন্য সুসংবাদপ্রাপ্ত হবে। (মুসনাদ আহমদ, হাদিস: ১০৬৩৬)

৩. ধৈর্য ও আল্লাহর সাহায্য লাভ
আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কর। (সূরা আল-বাকারা, আয়াত: ১৫৩)

৪. নামাজ সর্বোত্তম ইবাদত
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, পৃথিবীতে নামাজ হলো সবচেয়ে উত্তম ইবাদত। তাই তোমরা নামাজে যত্নবান হও। (সুনান আন-নাসায়ী, হাদিস: ৪৬৫)

৫. কেয়ামতের দিন প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নামাজ সঠিক হলে, তার অন্যান্য আমলও সঠিক গণ্য হবে। আর যদি নামাজ ঠিক না হয়, তবে তার অন্যান্য আমলও ভুল গণ্য হবে। (তিরমিজি, হাদিস: ৪১৩)

৬. নামাজ পাপ থেকে বিরত রাখে
আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। (সূরা আন-কাবুত, আয়াত: ৪৫)

এসব হাদিসগুলো থেকে প্রতীয়মান হয়, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জান্নাতের প্রতিশ্রুতি পাওয়া যায়। নামাজ হলো মুমিনের জীবনধারা এবং আখিরাতের সফলতার মূল চাবিকাঠি। তাই আমাদের উচিত নিয়মিত নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালানো।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়