Apan Desh | আপন দেশ

রিজিক বৃদ্ধিতে যে ৮ কাজ করবেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ১৮ নভেম্বর ২০২৪

রিজিক বৃদ্ধিতে যে ৮ কাজ করবেন

ফাইল ছবি

রিজিক হলো আল্লাহর এক অপার নিয়ামত। তবে এটি শুধু ধন-সম্পদ নয়, বরং এতে জীবনের প্রতিটি প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত। ইসলামে রিজিক বৃদ্ধির উপায় সম্পর্কে কোরআন ও হাদিসে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়েছে। এগুলো শুধু দুনিয়ার সচ্ছলতার জন্য নয়, বরং আখিরাতের সফলতাও নিশ্চিত করে। নিচে রিজিক বৃদ্ধির আটটি উপায় সংক্ষেপে আলোচনা করা হলো।

তাকওয়া ও তাওয়াক্কুল করা:
তাকওয়া বা আল্লাহভীতি রিজিক বৃদ্ধির অন্যতম উপায়। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন। তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। (সুরা আত-তালাক ২-৩) তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসাও রিজিক বৃদ্ধির মাধ্যম। আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট।

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা:
আত্মীয়তার বন্ধন রিজিক প্রশস্ত করে। রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (সহিহ বুখারি ৫৯৮৫)
 
তওবা ও ইস্তেগফার করা:
তওবা ও ইস্তেগফার করা আল্লাহর পক্ষ থেকে বরকত ও রিজিক বৃদ্ধির কারণ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, বাড়িয়ে দেবেন তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি। (সুরা নুহ, আয়াত: ১০-১২)
 
দান-সদকা করা:
দান-সদকা সম্পদে বরকত এনে দেয়। আল্লাহ বলেন, তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন। তিনিই উত্তম রিজিকদাতা। (সুরা সাবা, আয়াত: ৩৯)
 
সুরা ওয়াকিয়া তিলাওয়াত করা:
সুরা ওয়াকিয়া অভাব-অনটন থেকে রক্ষা করে। রসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো অভাব-অনটনে পড়বে না। (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ২১৮১)
 
বিয়ে-বন্ধনে আবদ্ধ হওয়া:
বিয়ে করা রিজিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ বলেন, তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন। (সুরা নুর, আয়াত: ৩২)
 
হজ ও ওমরা পালন করা:
রসুল (সা.) বলেছেন, তোমরা হজ ও ওমরা পরপর একত্রে পালন কর। কেননা এ দুটি দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে দেয়। (সুনানে তিরমিজি, হাদিস: ৮১০)
 
আল্লাহর রাস্তায় হিজরত করা:
হিজরত আল্লাহর পথে ত্যাগ স্বীকারের প্রতীক। আল্লাহ বলেন, যে আল্লাহর রাস্তায় হিজরত করবে, সে জমিনে বহু আশ্রয়ের জায়গা এবং সচ্ছলতা পাবে। (সুরা নিসা, আয়াত: ১০০)

রিজিক বৃদ্ধির জন্য ইসলামের নির্দেশিত উপায়গুলোতে বরকত ও সচ্ছলতা নিহিত। এগুলো কেবল দুনিয়ার রিজিক বাড়ায় না, বরং আখিরাতের সফলতার পথও সুগম করে। সঠিক নিয়ত ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এ আমলগুলো বাস্তবায়ন করলে দুনিয়া ও আখিরাতে সমৃদ্ধি লাভ সম্ভব। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করুন। আমিন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়