ফাইল ছবি
সুস্থতা ও অসুস্থতা উভয়ই মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য বিশেষ নেয়ামত। জীবন চলার পথে রোগ-বালাই আসা অস্বাভাবিক নয়। কেউ কেউ একে মুসিবত মনে করেন, আবার কেউ একে গজব বলে আখ্যা দেন।
তবে ইসলাম আমাদের শিখিয়েছে যে, রোগ কোনো অভিশাপ নয়; বরং এটি একটি পরীক্ষা, যা মানুষের ধৈর্য ও ঈমানকে যাচাই করার মাধ্যম।
আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জান ও মালের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে (সুরা বাকারা, আয়াত ১৫৫)।
রোগ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা
রোগ আল্লাহর পক্ষ থেকে আসে। তাই এর জন্য কখনোই নিন্দা করা উচিত নয়। এটি মূলত মানুষের ধৈর্য ও ঈমানকে শক্তিশালী করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। অনেক সময় রোগ আমাদের পাপ মোচন করে এবং আখিরাতে উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়।
হাদিসে এসেছে, শাদ্দাদ ইবনে আউস (রা.) বলেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন আমি আমার কোনো মুমিন বান্দাকে বিপদে ফেলে পরীক্ষা করি এবং সে ধৈর্য ধারণ করে ও আমার প্রশংসা করে, তখন আমি তাকে পাপমুক্ত অবস্থায় পুনরায় জীবন দান করি, যেমন সে মাতৃগর্ভ থেকে জন্মেছিল।
সুস্থতার গুরুত্ব ও স্বাস্থ্য রক্ষা
রসুলুল্লাহ (সা.) সুস্থতার গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান চিহ্নিত করেছেন এবং স্বাস্থ্যরক্ষার মৌলিক নিয়ম শিখিয়েছেন। রসুলুল্লাহ (সা.) বলেন, স্বাস্থ্যবান মুমিন একজন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়।
চিকিৎসা গ্রহণের নির্দেশনা
ইসলাম চিকিৎসার প্রতি জোর দিয়েছে। রসুলুল্লাহ (সা.) বলেছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ দেননি, যার আরোগ্য তিনি রাখেননি। তবে বার্ধক্য ছাড়া।
রোগ নিরাময়ে কোরআন ও প্রাকৃতিক উপাদান
আল্লাহ তাআলা বলেন, আমি কুরআন অবতীর্ণ করেছি, যা মুমিনদের জন্য শেফা (রোগমুক্তি) ও রহমত স্বরূপ (সুরা বনী ইসরাইল, আয়াত ৮২)। কোরআনের নির্দেশ অনুযায়ী মধু একটি বিশেষ উপকারী ওষুধ।
আল্লাহ বলেন, এতে (মধুতে) মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে (সুরা নাহল, আয়াত ৬৯)। মায়ের দুধ, গরুর দুধ এবং কালিজিরাও ইসলামের দৃষ্টিতে উল্লেখযোগ্য ওষুধ। হাদিসে এসেছে, কালিজিরায় মৃত্যু ছাড়া সব রোগের চিকিৎসা রয়েছে।
রোগ-বালাই কখনো মানুষের জন্য শাস্তি নয়। বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। রোগের মাধ্যমে মানুষ ধৈর্য, আত্মনির্ভরতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ানোর সুযোগ পায়।
ইসলামের শিক্ষায় চিকিৎসা গ্রহণের নির্দেশ রয়েছে। প্রাকৃতিক উপাদানের উপকারিতা স্বীকৃত। আমাদের উচিত আল্লাহর নির্দেশিত পথে চলা। রোগের সময় ধৈর্য ধারণ করা। সুস্থতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।