Apan Desh | আপন দেশ

জান্নাতিদের চিরস্থায়ী জীবন-যৌবন নিয়ে হাদিসের সুসংবাদ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১১ জানুয়ারি ২০২৫

জান্নাতিদের চিরস্থায়ী জীবন-যৌবন নিয়ে হাদিসের সুসংবাদ

সংগৃহীত ছবি

হজরত আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রা. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেছেন—

কোন আহবানকারী জান্নাতি লোকেদেরকে আহবান করে বলবে, তোমরা এখানে সব সময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা স্থায়ী জীবন লাভ করবে, কখনো তোমরা মরবে না। তোমরা যুবক থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না। তোমরা সর্বদা সুখ-স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো আর তোমরা কষ্ট-ক্লেশে পতিত হবে না। এটাই মহা মহিম আল্লাহর বাণী—

وَ نُوۡدُوۡۤا اَنۡ تِلۡكُمُ الۡجَنَّۃُ اُوۡرِثۡتُمُوۡهَا بِمَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ

আর তাদেরকে সম্বোধন করে বলা হবে, তোমরা যে আমাল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এ জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। (সূরা আল আরাফ, আয়াত : ৪৩) এর ব্যাখ্যা। (সহিহ মুসলিম, হাদিস : ৭০৪৯)

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে। আমাদেরকে - পূর্বে জীবিকা হিসেবে যা দেয়া হত এতো তাই। আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করেই এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। আর তারা সেখানে স্থায়ী হবে।’ (সুরা বাকারা, আয়াত, ২৫)

চিরস্থায়ী জান্নাতে যেসব নেয়ামত রয়েছে তা মানুষের কল্পনার বাইরে। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন বস্তু তৈরি করে রেখেছি যা কোন চোখ কখনো দেখেনি, কোন কান কখনো শুনেনি ও কোন অন্তর যা কখনো চিন্তাও করেনি। এসব নেয়ামত আমি জমা রেখে দিয়েছি। তবে আল্লাহ তোমাদেরকে যা অবগত করিয়েছেন...। (মুসলিম শরিফ, ৬৮৭২)

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়