Apan Desh | আপন দেশ

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:০১, ২ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

ছবি : আপন দেশ

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ হতে যাচ্ছে। রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। এতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মুসল্লিদের স্রোত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। 

আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে টঙ্গীর দিকে যাত্রা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেশার হাজার হাজার মুসল্লি ময়দানের দিকে আসছেন। বিভিন্ন যানবাহন ও নৌপথে এবং পায়ে হেঁটে মুসল্লিরা আসতে দেখা গেছে। আখেরি মোনাজাতে শরিক হতে অনেকেই ময়দানের আশপাশে অলিগলি, বাড়ি ও কলকারখানার ছাদে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন সড়ক ও খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নিয়েছেন।  

মুসল্লিদের পদচারণায় মুখর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী, ঘোড়াশাল ও কামারপাড়া সড়ক। সব মিলে মুসল্লিদের স্রোতে পরিণত হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান এলাকা। আখেরি মোনাজাতে অংশ নিতে অনেকেই রাতে ময়দানে এসে অবস্থান নিয়েছেন। লাখ লাখ মুসল্লি  জামাতে শরিক হয়ে দোয়া চাইবেন আল্লাহর দরবারে।  

রাজধানীর খিলক্ষেত থেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন মাইনুল ইসলাম। তিনি বলেন, কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করলাম কিন্তু বাস না পাওয়ায় হেঁটেই রওনা হয়েছি। এখান থেকে খুব বেশি দূরে না, ইনশাআল্লাহ চলে যেতে পারবো।

বাড্ডা এলাকা থেকে দলবলসহ টঙ্গীর দিকে রওনা হয়েছেন আব্দুর রহমান। তিনি বলেন, বিশ্বরোড পর্যন্ত বাসে এসেছি কিন্তু এরপর আর বাস যাচ্ছে না। তাই হেঁটে রওনা দিয়েছি। শীতল আবহাওয়া থাকায় খুব একটা কষ্ট হচ্ছে না।

একই কথা জানালেন নতুন বাজার থেকে আসা মুসল্লি খালেকুর রহমান। তিনি বলেন, বিশ্বরোডের পর বাস চলাচল বন্ধ। ফলে সেখান থেকে হেঁটে আসছি। তবে কষ্ট হচ্ছে না, আখেরি মোনাজাতে অংশ নিতে পারলেই খুশি।

মুসল্লিদের চাপ সামলাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। রোববার ভোর ৬টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। এসব সড়কে কোনো পণ্যবাহী যান চলবে না। তবে ইজতেমার কাজে সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল করবে।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেছে ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়