ফাইল ছবি
টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শেষে প্রথম ধাপে আসা মুসুল্লিরা ময়দান ত্যাগ করার পরই দ্বিতীয় ধাপে অংশগ্রহণে ইচ্ছুক মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বিভিন্ন গেইট দিয়ে দ্বিতীয় পর্বের মুসল্লিরা প্রবেশ করে নিজ নিজ খিত্তায় চলে যাচ্ছেন।
তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ইজতেমা ময়দানে এরই মধ্যে ৭৬টি দেশের প্রায় তিন হাজার বিদেশি মুসল্লি অবস্থান করছেন। তারা দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ করে যার যার দেশে ফিরে যাবেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, বিদেশি মেহমানদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টেই সাধারণ ডাইরির ব্যবস্থা নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এ ধাপে ঢাকার একাংশসহ মোট ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়।
প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষ করেই তাবলিগের স্বেচ্ছাসেবককর্মী এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নকর্মী ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেন। রোববার মাগরিবের আগেই তা সম্পন্ন করে।
মাঠে এরই মধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় ৩,০৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। দ্বিতীয় ধাপের অর্থাৎ ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি ইজতেমা শেষ করে তারা নিজ দেশে ফিরবেন।
এদিকে বিদেশিদের ভোগান্তি এড়াতে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির করার ব্যবস্থা নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের প্রথম ধাপের মতো নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।