Apan Desh | আপন দেশ

পবিত্র শবে বরাত আজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

পবিত্র শবে বরাত আজ

ছবি: সংগৃহীত

বছর ঘুরে এসেছে পবিত্র শবে বরাত। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ দিনটি। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখের রাতটি ইসলাম ধর্মাবলম্বীরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত করা হয়।

পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) কার্যকর হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিও ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করবে।

এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও ওয়াজ মাহফিলে অংশ নিয়ে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করবেন। বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। এতে তিনি বাংলাদেশের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ রাত মহান আল্লাহর অসীম রহমত ও বরকতের প্রতীক। এ সময়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের অপূর্ব সুযোগ সৃষ্টি হয় এবং তার অশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের সম্ভাবনা থাকে।

আরও পড়ুন<<>> ভালোবাসা দিবস আজ, মাতাল হাওয়ায় ভেসে যাওয়ার দিন

প্রধান উপদেষ্টা আরও বলেন, এ মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করা সম্ভব। তাই সকলের উচিত সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রদর্শন করে ইবাদতে মনোনিবেশ করা।

তিনি দেশবাসীকে শবে বরাতের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও উন্নয়নের কাজে আত্মনিয়োগের আহবান জানান। বলেন, সমাজ থেকে অন্যায় ও কুসংস্কার দূর করে শান্তি ও সৌহার্দ্য স্থাপন করতে হবে।

পবিত্র শবে বরাত উপলক্ষে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনের মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ শীর্ষক ওয়াজ মাহফিল, যা পরিচালনা করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এছাড়া, রাত ৭টা ১০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান ‘লাইলাতুল বরাতের তাৎপর্য’ বিষয়ে আলোচনা করবেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়