Apan Desh | আপন দেশ

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিল যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিল যে দেশ

ফাইল ছবি।

সৌদি আরব কিংবা আরবের কোনো দেশ নয়। সবার আগে পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে আস্ট্রেলিয়া। আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় এ দেশটির সরকার।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া জানিয়েছে, আজ (শুক্রবার) দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।

ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দেন।

আরওপড়ুন<<>>রোজা কবে শুরু, জানা যাবে শনিবার

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে।

গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে।

অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে।

রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেয়ায় শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রজমানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার চেষ্টা শুরু হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়