
শায়খ আহমাদুল্লাহ।
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বারবার এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেছেন।
শনিবার (০৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন তিনি।
মাগুরার ঘটিনাটি পুরো দেশকে স্তম্ভিত করেছে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ লিখেন, এরকম পৈশাচিক ঘটনা এদেশে এ প্রথম নয়। বার বার কেন এ ধরনের ঘটনা ঘটছে, এখন সে প্রশ্নের জবাব খোঁজা জরুরি।
তিনি লিখেন, প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ সাহস পায়! অপরাধীরা জানে, এদেশে টাকা দিয়ে সব ‘ম্যানেজ’ করা যায়। তাইতো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না।
আরও পড়ুন>>>সৈকতে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
পোস্টের শেষে তিনি লিখেন, যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচারব্যবস্থার কারণে এ যে অপরাধগুলো ঘটছে, এর দায় আসলে কে নেবে! অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই। কিন্তু আমরা সুশাসন চাই। আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই, যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না; যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে; যে দেশের প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর সকল মানুষ আস্থা রাখবে।
পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব? আর এতোদিনের ব্যর্থতার দায় কার?
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।