Apan Desh | আপন দেশ

জার্মান নওমুসলিম আবদুল মালেক

‘ইসলাম গ্রহণ করে যে শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১৫ মার্চ ২০২৫

আপডেট: ২০:৫৭, ১৫ মার্চ ২০২৫

‘ইসলাম গ্রহণ করে যে শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না’

জার্মান নওমুসলিম আবদুল মালেক

জার্মান নাগরিক আবদুল মালেক সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ইসলাম গ্রহণের পর যে প্রশান্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আল আরাবিয়্যা নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিন সপ্তাহ আগে আমি বিয়ে করেছি। সিদ্ধান্ত নিয়েছিলাম, বৈবাহিক জীবনের শুরু হারামাইন শরিফাইনে (মক্কা-মদিনা) কাটাবো, যাতে এর বরকত সারাজীবন পাই।

যেভাবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন

নিজের ইসলাম গ্রহণের অভিজ্ঞতা জানিয়ে আবদুল মালেক বলেন, আমার মা-বাবা অমুসলিম জার্মান নাগরিক। আমাদের বাড়ির পাশেই এক মসজিদের ইমাম থাকতেন। তিনি আমাকে প্রায়ই ইসলামিক বই উপহার দিতেন। ইসলাম সম্পর্কে কথা বলতেন।

তিনি বলেন, একদিন মনে হলো, এ ইমামের কাছ থেকে ইসলাম সম্পর্কে আরও জানি। এরপর যখন তিনি আমাকে ইসলামের সৌন্দর্য, একত্ববাদ ও শান্তির শিক্ষা দিলেন, তখনই বুঝলাম—আমি এতদিন যে সত্য পথের খোঁজ করছিলাম, সেটাই ইসলাম। এরপর আর দেরি করিনি, মুসলমান হয়ে যাই।

নওমুসলিম আবদুল মালেক বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন আমার মা-বাবাও ইসলামের সুশীতল ছায়ায় আসতে পারেন। ইতোমধ্যে আমার খালা ইসলাম গ্রহণ করেছেন। আশা করি, আমার পরিবারের অন্যান্য সদস্যরাও ইসলামের আলো পাবেন।

তিনি আরও বলেন, ইসলামে আসার পর আমি যে মানসিক প্রশান্তি পেয়েছি, তা আগে কখনো অনুভব করিনি। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি জীবনব্যবস্থা।

আবদুল মালেকের ইসলাম গ্রহণের ঘটনা বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার জন্য দোয়া করেছেন। তার পরিবারকেও ইসলামের পথে আসার আহবান জানিয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়