
ফাইল ছবি।
পবিত্র হজ উপলক্ষ্যে সৌদি আরবের মক্কায় প্রবেশে নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। দেশটির সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী, হজ পারমিট ছাড়া কোনো ব্যক্তি মক্কায় প্রবেশ অথবা অবস্থান করতে পারবেন না। চলতি মাসের শেষের দিকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল থেকে কেবল সরকারি হজ ভিসাধারীদের মক্কায় প্রবেশ বা অবস্থানের অনুমতি দেয়া হবে। বর্তমানে উমরাহ ভিসায় সৌদি আরবে অবস্থানরত সব বিদেশি নাগরিককে ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এর পরে কেউ সেখানে অবস্থান করলে ভিসা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।
এছাড়া সৌদির অন্যান্য শহরে বসবাসরত বিদেশি বাসিন্দাদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কেউ মক্কা প্রবেশের চেষ্টা করলে চেকপয়েন্ট, বিশেষ করে আল-শুমাইসি চেকপয়েন্টে তাদের ফেরত পাঠানো হবে। তবে যাদের আবাসিক অনুমতি (ইকামা) মক্কা শহর থেকেই ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।
আরওপড়ুন<<>>ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোরআন-হাদিসে কী আছে?
আগামী ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের নাগরিক, জিসিসি-ভুক্ত দেশগুলোর নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট জারির কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। ওমরাহ পারমিট স্থগিতাদেশ আগামী ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
দেশটির কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, কোনো ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। এছাড়া হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট দেশটির অন্যান্য সব পরিষেবা সরবরাহকারী ও সংস্থাকে নতুন বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হজের নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সুশৃঙ্খল ও নিরাপদ হজযাত্রা নিশ্চিতে সবার সহযোগিতা অপরিহার্য। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম পবিত্র হজ। চলতি বছর ২০ লাখেরও বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।