
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন। ফাইল ছবি
এখন কেউ চাইলেই কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না। আমরা মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করেছি। ইমাম নিয়োগেরও নীতিমালা হবে। বলেছেন, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন।
তিনি বলেন, ইমাম ও মোয়াজ্জিনের বেতনের জন্য ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে। ইমাম ও মোয়াজ্জিনের মর্যাদা বাড়ানোর জন্য আমরা প্রতিবছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে পুরষ্কারের ব্যবস্থা করব।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে আলোচনা সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
ড. আ ফ ম খালিদ হুসাইন বলেন, অন্তর্বর্তী সরকার ৮ মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এবার হজের খরচ প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। সেই সঙ্গে সরকারি টাকায় এখন কেউ হজে যেতে পারবে না।
আরওপড়ুন<<>>কোরআনের আলোকে উটের বিস্ময়কর সক্ষমতা
কওমি সনদের বাস্তবায়ন নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এ নিয়ে আমি কিছু বলতে চাই না। আমাদের দেখতে হবে কওমির সনদ ও সুবিধা যারা নিতে চান, এটা নিতে তারা কতটা প্রস্তুত। তারা নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে মাদরাসা হলো আল্লাহর রহমত। আল্লাহর ভয় থাকলে মানুষের মর্যাদা বেড়ে যাবে।
আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়া,আমিরপুর বানিয়াচং-এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান। এতে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমেদ কাটখালীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।