Apan Desh | আপন দেশ

নয়াপল্টনে ইন্টারনেট সেবা বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ২৮ অক্টোবর ২০২৩

নয়াপল্টনে ইন্টারনেট সেবা বিঘ্নিত

ফাইল ছবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত টেলিকম অপারেটরকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

একাধিক অপারেটরের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক জানিয়েছেন, তাদের কোথাও ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়নি।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে এলাকায় মোবাইল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না এবং ব্রডব্যান্ড ইন্টারনেটে সেবাতেও ব্যাপক সমস্যা দেখা গেছে।

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ আজ শনিবার। অন্যদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শুক্রবার রাতে এসে দুই দলকে তাদের পছন্দের দুই জায়গায় সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়