Apan Desh | আপন দেশ

মোবাইল ফোনটি অবৈধ নয়তো? যাচাই করুন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৪

মোবাইল ফোনটি অবৈধ নয়তো? যাচাই করুন

ফাইল ছবি

দেশে ব্যবহৃত আনঅফিসিয়াল ফোনগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। গত জানুয়ারি মাসে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বিটিআরসি। শুধুমাত্র অফিসিয়াল ফোনগুলোকে দেশের বাজারে রাখা হবে। মূলত বিভিন্ন সরকারি পরিষেবার সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে, অবৈধভাবে তৈরি বা আমদানিকৃত ফোনের ব্যবহার বন্ধ করতেই এই কার্যক্রমের অবতারণা। 

আগামী জুলাই থেকে দেশজুড়ে অনিবন্ধিত ফোন নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। এমতাবস্থায় ফোন ব্যবহারকারীদের সর্বপ্রথম কাজ হচ্ছে- তাদের ফোনটি অফিসিয়াল কি না তা জেনে নেয়া। এবারের আয়োজনে চলুন অফিসিয়াল ফোন যাচাই করার উপায়গুলো জেনে নেয়া যাক।

অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোন কী
দেশে প্রবেশের সময় যেসব ফোন যথাযথ ভ্যাট-ট্যাক্স দিয়ে সরকারের অনুমোদন নিয়েছে, সেগুলো অফিসিয়াল ফোন। এজন্য প্রতিটি ফোনের বডিতে স্ব স্ব নির্মাতা প্রতিষ্ঠান থেকে ১৫ অঙ্কের একটি অনন্য সংখ্যা লিপিবদ্ধ করে দেয়া হয়, যাকে আইএমইআই (ইন্টার‍ন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) বলা হয়।

অন্যদিকে, আনঅফিসিয়াল ফোনগুলো দেশের বাইরে থেকে আমদানি হয় ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো এড়িয়ে। অবিকল অরিজিনাল ফোনের মতো দেখতে হলেও নকল এই ফোনগুলোর দাম তুলনামূলকভাবে বেশ কম থাকে। সরকারি ডাটাবেসে কোনো তথ্য না থাকায় অনিবন্ধিত এই ফোনগুলো অবৈধ হিসেবে বিবেচিত হয়।

আনঅফিসিয়াল ফোন বন্ধে ব্যবহারকারী কি কি বিড়ম্বনায় পড়বেন

এই ফোনে কোনো সিম সংযুক্ত করে অপারেটর থেকে কল গ্রহণ বা প্রেরণ করা যাবে না

কোনো ধরনের ম্যাসেজ লেনদেন করা যাবে না

ইন্টারনেট ব্যবহার করা যাবে না

সরকারি বা সরকার অনুমোদিত বেসরকারি কোনো ডিজিটাল সেবা পাওয়া যাবে না। অর্থাৎ ফুড ডেলিভারি, রাইড শেয়ারিং, ও টাকা লেনদেনসহ কোনো ধরনের অ্যাপই ব্যবহার করা যাবে না।

এগুলো বাদে নেটওয়ার্কের সঙ্গে জড়িত নয়, যেমন ছবি তোলা, অডিও বা ভিডিও রেকর্ড করা, গান বা মুভি দেখাতে কোনো রূপ সমস্যা হবে না। ব্রডব্যান্ড বা কেবল ইন্টারনেট সংযোগ থেকে ওয়াই-ফাই ব্যবহারে কোনো সমস্যা হবে না। 

অফিসিয়াল ফোন যাচাই পদ্ধতি
আইএমইআই নম্বরটি প্রতিটি ফোনের জন্যই আলাদা। কোনো ফোন অরিজিনাল কি না তা যাচাইয়ের জন্য প্রধান মাপকাঠি হচ্ছে এই ১৫ অঙ্কের সংখ্যা। এই কোডটি খুঁজে বের করা সম্ভব হলে ফোনের ধরন বোঝার বাকি কাজটুকু খুব সহজে করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনে এই সংখ্যাটি খুঁজে পাবেন-

এই অনুসন্ধানটি দুইভাবে চালাতে পারেন:

১। মোবাইল ফোনের কিপ্যাড থেকে *#০৬# ডায়াল করলে সঙ্গে সঙ্গেই স্ক্রিনে দেখা যাবে আইএমইআই নম্বরটি।

২। ফোনের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস-এ যেতে হবে। অতঃপর স্ট্যাটাস-এ ক্লিক করলেই স্ক্রিনে কাঙ্ক্ষিত আইএমইআই নম্বরটি দেখা যাবে।

আইএমইআই নম্বর যাচাই করার নিয়ম
এবার পিসি (পার্সনাল কম্পিউটার) বা স্মার্টফোন যেকোন ডিভাইস থেকে সার্চ বক্সে imei.info লিখে সার্চ করুন। ওয়েবসাইটে প্রবেশের পর একটি ডায়ালগ বক্স সামনে আসবে। তাতে সেই আইএমইআই কোডটি লিখে চেক-এ ক্লিক করলেই কাজ শেষ।

স্বয়ংক্রিয়ভাবে একে একে প্রদর্শিত হতে থাকবে ফোনের সমস্ত তথ্য। আর এটিই নিশ্চিত করবে যে, ফোনটি অফিসিয়াল। আর ফোনের তথ্য না দেখিয়ে ভিন্ন কিছু দেখানো মানেই তা আনঅফিসিয়ালের দিকে নির্দেশ করছে।

এসএমএস করে অফিসিয়াল ফোন যাচাই
প্রথমে সরাসরি চলে যেতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে। অতঃপর মাঝে কোনো স্পেস না রেখে টাইপ করতে হবে KYD। তারপর একটি স্পেস। এর পর একসঙ্গে প্রবেশ করাতে হবে সম্পূর্ণ আইএমইআই সংখ্যাটি। মোবাইলের কিপ্যাড দিয়ে টাইপ করার পর স্ক্রিনে এসএমএসটি এরকম দেখাবে- KYD 123456789098765।

সঠিকভাবে লেখা হলে এসএমএসটি ১৬০০২ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ম্যাসেজ প্রেরণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ফিরতি ম্যাসেজে নিশ্চিত করা হবে- ফোনটি আনঅফিসিয়াল নাকি অফিসিয়াল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়