Apan Desh | আপন দেশ

কম্পিউটার ধীরগতি, যা করবেন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৬ ফেব্রুয়ারি ২০২৪

কম্পিউটার ধীরগতি, যা করবেন

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবহার করছেন। ধীরে ধীরে হার্ডড্রাইভের স্টোরেজ কমবে। ফলে কম্পিউটারে ধীরগতির সমস্যা দৃশ্যমান হয়। পিসির (পারসনাল কম্পিউটার) স্টোরেজ ফুল হওয়ার কারণে ওভার হিট করে। ফলে কম্পিউটার ঠিকঠাক কাজ করতে পারে না। মাঝেমধ্যে হ্যাং করে। কাজ শেষে ঠিকভাবে বন্ধ না করাও কম্পিউটার ধীরগতি হওয়ার বড় কারণ।

পিসির গতি স্বাভাবিক রাখা খুবই প্রয়োজন। নচেৎ কাজ করার সময় বিরক্তি চলে আসব। ফলে কাজে মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়াটাই স্বাভাবিক। এজন্য ডেস্কটপের সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় সব ফাইল ডিলিট করতে হবে। ফলে পিসি গতিশীল থাকবে। যদি সম্ভব হয় পিসির ডেস্কটপে প্রোগ্রাম শর্টকাট ছাড়া কোনো ফাইল না রাখাই শ্রেয়।

আরও পড়ুন>> দেশে ইন্টারনেটের গতি সন্তোষজনক নয়

ফাইল থাকার কারণেও পিসি ধীরগতি হয়ে যায়। নিয়মিত পিসির কিছু না কিছু আপডেট চলে আসে। তাই প্রতিটি আপডেট ডাউনলোড করে ইনস্টল করা জরুরি। পিসি আপ-টু-ডেট থাকলে ধীরগতি হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়