Apan Desh | আপন দেশ

সোনার খনি এখন ই-বর্জ্য!

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ৭ ফেব্রুয়ারি ২০২৪

সোনার খনি এখন ই-বর্জ্য!

ছবি: সংগৃহীত

প্রতিবছর আমাদের বাড়ির নানান ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়। সেগুলো ফেলে দেই বা বিক্রি করি। বিশেষ করে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব এসব জিনিস। তবে এবার আর সেগুলো ফেলার প্রয়োজন পড়বে না। ব্রিটেনের রয়্যাল মিন্ট কোম্পানি এসব জিনিস পুনরায় ব্যবহারের পথ খুঁজে পেয়েছে। কোম্পানিটি ব্রিটেনের পাশাপাশি বেশ কিছু দেশের জন্য কয়েন বানায়। 

সূত্রের খবর, সম্প্রতি ই-বর্জ্য থেকে মূল্যবান ধাতু উদ্ধার করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে রয়্যাল মিন্ট। ল্যাপটপ বা ফোনের সার্কিট বোর্ড থেকে ৯৯ শতাংশ সোনা সংগ্রহ করতে সফল হয়েছেন তারা। সেই সফলতার কারণে, গত বছরের শেষদিকে রয়্যাল মিন্ট একটি কারখানা প্রতিষ্ঠা করে। যেখানে সপ্তাহে ৯০ টন সার্কিট বোর্ড থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করা যাবে। বছর শেষে পাওয়া যাবে শতাধিক কেজি সোনা।

আরও পড়ুন>> চাঁদে পাঠানো যাবে প্রিয়জনের নাম

প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় পাঁচ কোটি টন ই-বর্জ্য উৎপাদিত হয়। তার মধ্যে থেকে মাত্র ২০ শতাংশ বর্জ্য পুনরায় ব্যবহার করা যায়। একটি রিপোর্ট অনুযায়ী, নেদারল্যান্ডসে সবথেকে বেশি বর্জ্য উৎপাদিত হয়। দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।

দিনে দিনে এই ধরনের ইলেকট্রনিক পণ্যের ব্যবহার বাড়ছে। এটা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ই-বর্জ্যের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১২ কোটি টনের বেশি। রয়্যাল মিন্ট চাচ্ছে, স্থানীয়ভাবে উৎপাদিত সব ই-বর্জ্য দেশের মধ্যে পরিশোধন করতে। বৈশ্বিকভাবে এ প্রযুক্তি ছড়িয়ে দিতেও কাজ করছে তারা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়