Apan Desh | আপন দেশ

চাঁদে ফের মহাকাশযান পাঠাল নাসা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

চাঁদে ফের মহাকাশযান পাঠাল নাসা

ছবি: নাসা

পাঁচ দশক পর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান। এরপরই ষড়ভুজ আকৃতির মহাকাশযানটি অস্পষ্ট সংকেত পাঠিয়েছে। তবে স্পষ্ট হয়নি যে ইনটুইটিভ মেশিনের অডিসিয়াস ল্যান্ডারটি সম্পূর্ণরূপে কার্যকর, অক্ষত কি না। বিষয়টি ফ্লাইট কন্ট্রোলাররা নিশ্চিত করেছেন। মহাকাশযানটি হাউসটনভিত্তিক একটি প্রতিষ্ঠানের তৈরি।

সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ঘোষণাকারীরা জানান, এটি অফ-কিল্টার থেকে নেমে আসতে পারে। খবর এনডিটিভি।

মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে। প্রতি ঘণ্টায় সাড়ে ছয় হাজার কিলোমিটার থেকে ধীরে ধীরে গতি কমে আসে। ‘ইনটুইটিভ মেশিন’ নামের রোবট ‘অডিসিয়াস’ বৃহস্পতিবার রাত ১১টা ২৩ মিনিটে (২৩২৩ জিএমটি) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

এ চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। চলতি দশকের শেষে চাঁদে রোবট নভোচারী পাঠানোর পথ উম্মোচন করা এ অভিযানের লক্ষ্য।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়