ফাইল ছবি
টানাপড়েন সামলেই টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। পরিবর্তন আনতে গিয়েও বেশ ধকল গেছে। মুখ থুবড়ে পড়লেও ঘুরে দাঁড়িয়েছে ‘এক্স’। তবে বিশ্বজুড়ে ফেসবুকের একাট্টা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন ঘোষণা দিলেন মাস্ক। গুগলের জি-মেইলকে টেক্কা দিতে চালু করছেন এক্স-মেইল। তবে এ সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানাননি তিনি।
শুক্রবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক্সে একজন প্রকৌশলী প্রশ্ন করেন, ‘কখন আমরা এক্স-মেইল তৈরি করছি’। সে প্রশ্নের উত্তরে ইলন মাস্ক বলেন, ‘এটি আসছে’।
আরও পড়ুন>> চাঁদে ফের মহাকাশযান পাঠাল নাসা
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্স-মেইল’ নামের ই-মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স। এ সুবিধা চালু হলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জি-মেইল বা অন্য কোনো ই-মেইল সুবিধা ব্যবহার করতে হবে না।
ডাটা মার্কেটিং সংস্থা ডিমান্ড সেজ’র তথ্য অনুযায়ী এ বছর পর্যন্ত জি-মেইলের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৮ বিলিয়ন। সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট রিহা ফ্রিডম্যান বলেন, এক্স’র জি-মেইল সংস্করণ আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এখানে বিশেষ কিছু চমক থাকবে বলেও আশা করা যায়।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।