Apan Desh | আপন দেশ

খামেনির ইনস্টাগ্রাম-ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১০ মার্চ ২০২৪

খামেনির ইনস্টাগ্রাম-ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান। খামেনির অ্যাকাউন্ট গত মাসে বাতিল করা হয় বলে জানিয়েছে মেটা। 

প্রতিষ্ঠানটির মতে, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় খামেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দেয়া হয়েছে। খবর তেহরান টাইমসের 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। শুক্রবার (৮ মার্চ) মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটা অবৈধ ও অনৈতিক।

হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাক্‌স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, খামেনির অ্যাকাউন্ট বাতিল করার মধ্য দিয়ে ফিলিস্তিনের একজন বিশিষ্ট সমর্থকের মতামত সেন্সর করার (বিধিনিষেধ আরোপ) চেষ্টা করছে ‘সিলিকন ভ্যালির সাম্রাজ্য’।

আয়াতুল্লাহ খামেনি ও গাজার বাস্তুচ্যুত জনগণ এবং গত ৫ মাসে ৩০ হাজার ফিলিস্তিনি শহীদদের কথা সেন্সর করেছে মেটা। এটি আমেরিকান প্ল্যাটফর্মগুলোর অযৌক্তিক আচরণ। সংস্থাটিকে অবশ্যই তার অবৈধ ও অনৈতিক আচরণের জন্য জবাব দিতে হবে, যোগ করেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়