Apan Desh | আপন দেশ

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ৫ জুলাই

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ৮ জুন ২০২৪

অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ৫ জুলাই

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ও চর্চা বাড়াতে আগামী ৫ জুলাই শুরু হচ্ছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড। শনিবার (৮ জুন)  দুপুরে রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

এতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন। তিনি বলেন, আগামী ৫ জুলাই শুরু হচ্ছে ১৯তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড। ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন না।

প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন বলেন, ‘আমি ছাত্রাবস্থায় রাশিয়া মহাকাশে স্পুটনিক মহাকাশ যান পাঠায়। তখন ভাবতাম, রাশিয়া মহাকাশবিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, আমরা কেন পারছি না। তবে এখন জ্যোতির্বিজ্ঞানে আমরাও এগোচ্ছি। এ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয়ভাবে জ্ঞান-বিজ্ঞানের চর্চায় ভূমিকা রাখবে।’

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামস রহমান বলেন, ‘এখন সময় এসেছে সরকারের মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে অর্থ বিনিয়োগ করার।’

দেশে জ্যোতির্বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করতে গত ৩৬ বছর ধরে কাজ করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। সেই ধারাবাহিকতায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড। আগামী ৫ জুলাই এর বাছাই কার্যক্রম শুরু হবে। প্রাথমিক বাছাই থেকে নির্বাচিত ৫০০ জনকে নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় জাতীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণের নিয়মাবলি ও বিস্তাতি জানতে এখানে ক্লিক করুন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়