Apan Desh | আপন দেশ

এবার লেনদেন হবে হাতের ইশারায়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ জুন ২০২৪

এবার লেনদেন হবে হাতের ইশারায়

ছবি: সংগৃহীত

প্রযুক্তি মানুষের জীবনকে প্রতিনিয়তই করছে সহজ থেকে সহজতর। তারই ফল স্বরূপ এখন গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোয়। তবে, এবার এলো প্রযুক্তির নতুন চমক। হাতের ইশারায়ই হয়ে যাবে সকল লেনদেন! আর এটি সম্ভব হবে অ্যামাজানের নতুন অ্যাপ ‘অ্যামাজন ওয়ান’ এর মাধ্যমে।

সম্প্রতি নতুন এ অ্যাপটি চালু করেছে অ্যামাজান। যেখানে পাম প্রিন্ট রিকগনিশন সিস্টেম নামের একটি বায়োমেট্রিক পেমেন্ট পরিষেবা যুক্ত হয়েছে। মূলত পাম বা হাতের তালু স্ক্যান করেই যেকোনো স্থান থেকে টাকা লেনদেন করতে পারেন ব্যবহারকারীরা। সে উদ্দেশ্যেই এ অ্যাপ চালু করা হয়েছে।

জানা গেছে, ব্যবহারকারীরা ঘরে বসেই অ্যামাজন ওয়ান অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েকটি ধাপ অনুসরণে নতুন এ পরিষেবায় নিজেদের যুক্ত করতে পারবেন। এজন্য কোনো ফিজিক্যাল স্টোর পরিদর্শনের প্রয়োজন পড়বে না।

অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যামাজন ওয়ান অ্যাপ ডাউনলোড করা সম্ভব। এ মুহূর্তে অ্যাপটির প্রাইমারি রোলআউট শুধুমাত্র যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ। এ অঞ্চলে ৫০০’র বেশি পপআপ স্টোর, হোল ফুডস মার্কেট স্টোর, অ্যামাজন আউটলেট ও ১৫০’রও বেশি থার্ড পার্টি আউটলেটকে এ পরিষেবার অধীনে অন্তর্ভুক্ত হয়েছে।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন

প্রথমেই অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে অ্যামাজন ওয়ান অ্যাপ ডাউনলোড করতে হবে। পরে অ্যামাজন ওয়ান অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা ঘরে বসেই অন্য কোনো ডিভাইসের সাহায্য ছাড়াই পাম বা তালুর ছবি তুলতে পারবেন। এক্ষেত্রে হাতের প্রতিটি রেখা, প্রতিটি দাগ, ত্বকের নিচে ছড়িয়ে থাকা শিরা-উপশিরার বৈশিষ্ট্যের সাহায্যে স্বতন্ত্র পাম সিগনেচার প্রস্তুতি করার ফলে পরিষেবাটি অত্যন্ত সুরক্ষিত হবে বলে দাবি করেছে অ্যামাজন।

অনলাইন প্রোফাইল

এরপর ব্যবহারকারীদের এ অ্যাপের মাধ্যমে একটি অনলাইন প্রোফাইল তৈরি করতে হবে। পাশাপাশি টাকা লেনদেনের পদ্ধতি বা পেমেন্ট মেথর্ড যুক্ত করতে হবে প্রোফাইলটির অধীনে।

পাম ইমেজ এনরোলমেন্ট

অ্যামাজন হাতের তালুর ছবি ভ্যারিফাই করবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে ‘ইউনিক পাম সিগনেচার’ সিস্টেমে নথিভুক্ত করা হবে।

পাম স্ক্যান ব্যবহার

নথিভুক্ত হওয়ার পর পাম সিগনেচার ব্যবহার করে বিভিন্ন স্থানে টাকা লেনদেন, এন্ট্রি, বয়স যাচাইকরণ এবং লয়ালিটি পুরস্কারের জন্য আবেদন করা যাবে।

ই-কমার্স সংস্থাটি জানিয়েছে, অ্যামাজন ওয়ান অ্যাপের অধীনে কম্পিউটার ভিশন প্রযুক্তির সাহায্যে তৈরি করা ‘ইউনিক পাম সিগনেচার’ বা হাতের তালুর ছবি এনক্রিপ্টেড থাকবে। প্রত্যেক ব্যবহারকারীর অনন্য পাম ইমেজ অডঝ ক্লাউডের একটি নিরাপদ অ্যামাজন ওয়ান ডোমেনে সংরক্ষিত থাকবে। এ ছবিগুলো কোনোভাবেই মোবাইল ডিভাইসে সংরক্ষণ বা ডাউনলোড করা যাবে না। 

অ্যামাজনের দাবি, এ অ্যাপটি ৮ মিলিয়নেরও বেশিবার ব্যবহার করা হয়েছে।

আপন দেশ/এফএস/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়