Apan Desh | আপন দেশ

’ক্যানসার আক্রান্ত রোগীর মৃত্যু ক্যানসারে হয় না’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ৯ জুলাই ২০২৪

আপডেট: ১৯:০০, ৯ জুলাই ২০২৪

’ক্যানসার আক্রান্ত রোগীর মৃত্যু ক্যানসারে হয় না’

ছবি: প্রতীকি ছবি

ক্তরাষ্ট্রভিত্তিক কোল্ড স্প্রিং হার্বার ল্যাবরেটরির (সিএসএইচএল) প্রফেসর ও গবেষক বো লির নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় ক্যানসার নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে—ক্যানসার নয়, বেশির ভাগ ক্যানসার আক্রান্ত রোগীর মৃত্যু হয় ‘ক্যাচেক্সিয়া’ রোগে। তিনি বলেন বলেন, ‌‌এটি খুবই মারাত্মক একটি সিনড্রোম।

গবেষনায় দেখা যায়, ক্যানসারের টিউমার— ইন্টারলিউকিন-৬ (আইএল-৬) রোগ প্রতিরোধ অণুর মাত্রা বাড়িয়ে দেয়। এটির কারণে মারাত্মকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। তখন ৫০ থেকে ৮০ শতাংশ ক্যানসার রোগীর ‘ক্যাচেক্সিয়া’ রোগ হয়। (সূত্র: ইন্দো এশিয়া নিউজ সার্ভিস)

ন্যাচার কমিউনিকেশন নামের একটি জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ গবেষক আরও বলেন, ‌বেশিরভাগ ক্যানসার রোগীর মৃত্যু ক্যানসারের বদলে ক্যাচেক্সিয়ায় হয়। এখান থেকে ফেরার কোনো উপায় নেই। মূলত এ রোগের কোনো চিকিৎসাও নেই।

একটি ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে গবেষকদল দেখেন, মস্তিষ্কের ‘এরিয়া পোসট্রেমা’ নামের একটি নিউরনে আইএল-৬ নামের রোগ প্রতিরোধী অণু প্রবেশে বাধা প্রদান করে। এর ফলে ওই ইঁদুরের মধ্যে ক্যাচেক্সিয়া হয় না। প্রফেসর বো লি জানান, ভবিষ্যতে এসব নিউরন লক্ষ্য করে ওষুধ প্রয়োগ করে ক্যানসার ক্যাচেক্সিয়াকে একটি চিকিৎসাযোগ্য রোগে পরিণত করা যাবে।

গবেষকরা বলছেন, প্রচুর পরিমাণে আইএল-৬ উৎপাদিত হওয়ায় ক্যানসার এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। যেটি শরীরে মারাত্মক প্রভাব ফেলে। যার মধ্যে অন্যতম হলো মানুষ ও প্রাণী খাবার খাওয়া ছেড়ে দেওয়া। অপরটি হলো ক্যাচেক্সিয়া হওয়া।

তারা আরও জানান, সুস্থ রোগীদের মধ্যে আইএল-৬ একটি প্রাকৃতিক রোগ প্রতিরোধী হিসেবে কাজ করে। এ অণু পুরো শরীরে প্রবাহিত হয়। যখন কোনো হুমকির সঙ্গে এ প্রতিরোধ ব্যবস্থা কাজ করে— তখন এটির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে মস্তিষ্ককে সতর্ক করে দেয়।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়