Apan Desh | আপন দেশ

মোবাইলের ডেটা খরচ বাঁচানোর উপায়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ১৭ আগস্ট ২০২৪

মোবাইলের ডেটা খরচ বাঁচানোর উপায়

ফাইল ছবি

মোবাইলের ডেটা রকেটের গতিতে খরচ হয়ে যাচ্ছে। ডেটা প্যাক ভরানোর একটুপরই ডেটা শেষ। ইন্টারনেটে বিভিন্ন বিষয় খোঁজাখুঁজির বা মোবাইলে গেম খেলার অভ্যাস থাকে, তা হলে  ডেটা শেষ হবে নিমেষেই। ডেটা দ্রুত শেষ হওয়ার জন্য আপনার ছোট ছোট কিছু ভুলই দায়ী। জেনে নিন সেগুলি কী কী-

১) মোবাইলের অটো আপডেট অপশন বন্ধ করুন। অনেকেই এটি অন করে রাখেন। আর বিভিন্ন অ্যাপ আপডেট হতে থাকে। তার জন্য খরচ হয় ফোনের ডেটাই। তাই যখন ওয়াই-ফাই থাকে তখন আপডেট করে নিন। 

২) কোন অ্যাপে কত ডেটা খরচ হচ্ছে, তা প্রথমে জানতে হবে। তাই ফোনের সেটিংসে গিয়ে দেখুন। কোন অ্যাপ ব্যবহারে ডেটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে। সে অ্যাপের ব্যবহার কমাতে পারেন। অপ্রয়োজনীয় অ্যাপ আমাদের মোবাইলে থাকে। এতে প্রচুর ডেটা খরচ হয়ে যায়। সে অ্যাপগুলো ফোন থেকে সরিয়ে দিন।

৩) ইউটিউব, ফেসবুকে যদি ভিডিয়ো দেখেন। তাহলে লো কোয়ালিটি স্ট্রিমিং এ দেখুন। সব ভিডিয়ো হাই কোয়ালিটিতে দেখলে বা ডাউনলোড করলে ডেটা দ্রুত ফুরিয়ে যাবে।

৪) আপনার মোবাইলে ডেটা সেভার মোড অন করে নিন। ডেটা সেভার মোড ব্যবহার করে সহজেই ডেটা খরচ কমাতে পারেন। 

৫) আপনি যদি ফোনে গুগ্‌ল ম্যাপ বা অন্যান্য পরিষেবা ব্যবহার করেন। তবে মোবাইল ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ গুগ্‌ল ম্যাপ বা এ ধরনের অ্যাপগুলি দিনভর চলতে থাকে। তাই আপনার অজান্তেই ডেটা দ্রুত ফুরিয়ে যাবে।

৬) আপনি ফোনে সারা দিন গেম খেললে ডেটা শেষ হবেই। আর যদি গেমিং অ্যাপগুলি সারা ক্ষণ খোলা থাকে বা নোটিফিকেশন অন থাকে। তা হলে খুব তাড়াতাড়ি ফোনের ডেটা শেষ হয়ে যাবে।

৭) সময় পেলেই ই-কমার্স সাইটগুলিতে গিয়ে ঘাঁটাঘাঁটি করেন। আজ প্রসাধনী অর্ডার করছেন, তো কাল পোশাক। কী কী কিনবেন তা খুঁজে পেতেই সারা দিন লেগে যাচ্ছে। জানেন তো, ই-কমার্স সাইট সবচেয়ে বেশি ডেটা খরচ করে। তাই যখন দরকার নেই। তখন অ্যাপগুলি বন্ধ রাখুন।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়