Apan Desh | আপন দেশ

মুছে যাওয়া ফেইসবুক পোস্ট ফেরানোর উপায়

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

মুছে যাওয়া ফেইসবুক পোস্ট ফেরানোর উপায়

ছবি : সংগৃহীত

ফেইসবুক বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ব্যবহার করতে গিয়ে অনেকে ভুলক্রমে ফেসবুকে দেয়া পোস্ট ডিলিট করে ফেলে। অথবা অনেক সময় কোনো কারণে পোস্ট মুছে যায়। এটি ফিরিয়ে আনতেও উপায় রয়েছে। 

মেটার তথ্য মতে, ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিক হিসাবে, বিশ্বব্যাপী মেটা কোম্পানির ফেইসবুক প্রায় ৩.৫ বিলিয়ন ক্রমবর্ধমান মাসিক ব্যবহারকারী আছে। এর মধ্যে প্রায় ২.৯ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী আছে। আসুন জেনে নেয়া যাক ফেইসবুকে দেয়া পোস্ট কিভাবে ফিরিয়ে আনবেন-  

ফেইসবুক দেয়া যে কোনো পোস্ট সেটা ছবি, ভিডিও বা অন্য কোনো পোস্ট ইচ্ছায় বা অনিচ্ছায় মুছে ফেলা যায়। মূলত তা সঙ্গে সঙ্গে একদম মুছে যায় না। একদম মুছে ফেলার পরিবর্তে সেটি ৩০ দিনের জন্য রিসাইকল বিনে সংরক্ষিত থাকে। এখান থেকেই স্থায়ীভাবে ডিলিট হয় ৩০ দিন পর। তখন আর ফেরত পাওয়ার উপায় থাকে না।  
সুতরাং মুছে যাওয়া পোস্ট ১ মাস বা ৩০ দিন পূরন না হওয়ার মধ্যেই ফেরত নিতে পারবেন। অন্যথায় পারবেন না।  মুছে যাওয়া পোস্ট ফিরিয়ে আনার বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক-

ফেইসবুক মোবাইল অ্যাপে:
ফেইসবুক অ্যাপটি প্রথমে করে স্ক্রিনের ওপরে ডান কোণায় তিনটি দাগের ওপর চাপুন। তারপর নিজের প্রোফাইল ছবি বা নামের ওপরে চাপ দিয়ে প্রোফাইলে ঢুকে ‘থ্রি ডট’ আইকনে গেলে পপ-আপ এর তালিকা থেকে আর্কাইভ অপশন বেছে নিতে হবে। এরপর ট্র্যাশ বা রিসাইকল বিন অপশনে গিয়ে যে পোস্ট টাইমলাইনে ফিরিয়ে নিতে চান সেটি বেছে নিন এবং রিস্টোর বোতামে চাপুন। এবার রিস্টোর চাপলেই পুনরায় মুছে যাওয়া পোস্টটি প্রোফাইলে ফিরে যাবে।

কম্পিউটার বা ওয়েবসাইট থেকে:
ব্রাউজার থেকে ফেইসবুক অ্যাকাউন্টে লগইন করার পর ওপরের ডান কোণায় নিজের প্রোফাইল ছবির ওপর ক্লিক করলে নিজের প্রোফাইল ঢুকা যাবে। তারপর পপ-আপ মেনুর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে অ্যাকটিভিটি লগ বেছে নিন। এবার বাম দিকের সাইডবার থেকে ট্র্যাশ বা রিসাইকল বিন থেকে মুছে যাওয়া পোস্ট পুনরুদ্ধার করতে রিস্টোর অপশন চাপুন। পুনরুদ্ধার করা পোস্ট প্রোফাইলে চলে যাবে এবং পোস্ট করলে দর্শকরা দেখতে পারবেন৷

 

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়