ছবি: সংগৃহীত
স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে একটি সাধারণ প্রশ্ন থাকে- দিনে কতবার ফোন চার্জ করা উচিত? ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করা। এর কার্যকারিতা বজায় রাখতে সঠিক চার্জিং পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. স্মার্টফোনের ব্যাটারির স্বাস্থ্যের ওপর নির্ভর করে ফোন চার্জ করার পদ্ধতি। অনেকেই মনে করেন, ব্যাটারি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ফোন চার্জ করা উচিত নয়। তবে এটি একটি ভুল ধারণা। আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি ভালো রাখতে ২০% থেকে ৮০% এর মধ্যে চার্জ রাখা উত্তম। অর্থাৎ, ব্যাটারির চার্জ ২০%-এর নিচে নামলে ফোন চার্জ করা উচিত। ৮০%-এর বেশি চার্জ হওয়া থেকে বিরত থাকা ভালো।
২. ফোন ব্যবহারের ধরণ অনুসারে দিনে কয়বার ফোন চার্জ করতে হবে তা নির্ভর করে। যারা ভারী ব্যবহারকারী, যেমন সারাদিন ইন্টারনেট ব্রাউজ করেন, ভিডিও দেখেন বা গেম খেলেন, তাদের দিনে ২-৩ বার ফোন চার্জ করা প্রয়োজন হতে পারে। তবে হালকা ব্যবহারকারীদের জন্য দিনে ১ বার চার্জ করাই যথেষ্ট।
৩. বেশিরভাগ স্মার্টফোন এখন দ্রুত চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। যদিও এটি সুবিধাজনক। তবুও অতিরিক্ত তাপ এবং দ্রুত চার্জ ব্যাটারির আয়ু কমাতে পারে। তাই প্রতিদিন দ্রুত চার্জিং ব্যবহার করা থেকে বিরত থাকা ভালো। মাঝে মধ্যে সাধারণ চার্জার ব্যবহার করা উচিত।
ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার টিপস
ব্যাটারি ১০০% চার্জ করবেন না। বারবার ১০০% পর্যন্ত চার্জ করা ব্যাটারির স্বাস্থ্যেকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত গরম পরিবেশে ফোন চার্জ করা থেকে বিরত থাকুন। কারণ তাপ ব্যাটারির ক্ষতি করতে পারে। রাতে দীর্ঘ সময় ধরে ফোন চার্জে রেখে দেয়া ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। তাই রাতে চার্জ থেকে বিরত থাকুন।
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং কার্যকর রাখতে সঠিক চার্জিং পদ্ধতি মেনে চলা গুরুত্বপূর্ণ। দিনে কয়বার ফোন চার্জ করবেন তা নির্ভর করে ফোন ব্যবহারের ওপর। তবে সাধারণভাবে, ২০% থেকে ৮০% চার্জ রাখার চেষ্টা করলে ব্যাটারির আয়ু দীর্ঘ হবে এবং চার্জিংয়ের সংখ্যা কমে যাবে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।