ফাইল ছবি
হোয়াটসঅ্যাপের প্ল্যাটফর্মে ইনস্টাগ্রামের মতো অনেক ফিচার আসছে। হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে স্ট্যাটাস আপডেটে প্রাইভেট ট্যাগিংয়ের সুবিধা। ইউজার চাইলে পছন্দের কাউকে তার স্ট্যাটাসে ট্যাগ করতে পারবেন। এতে করে সে পোস্ট বিশেষ করে যাকে ট্যাগ করা হল, তার সঙ্গে রি-শেয়ার হবে। যদিও সে পোস্টে কাকে ট্যাগ করা হলো তা শো করবে না।
কাছের মানুষদের কাছে কিংবা পছন্দের মানুষদের কাছে স্ট্যাটাস আপডেট যাতে ঠিকঠাক পৌঁছায়, সে ব্যাপারটি নিশ্চিত করতেই আসছে ফিচারটি।
এছাড়া স্ট্যাটাস আপডেট লাইক করার সুবিধাও থাকছে। বাটনে একটা ট্যাপ করেই পছন্দের স্ট্যাটাস লাইক করা যাবে। এখানেও প্রাইভেসি বজায় থাকবে পুরোদস্তুর। যার স্ট্যাটাস লাইক করা হলো, সে পোস্টে লাইক শো করা হবে না। শুধু ওই ব্যক্তি নোটিফিকেশন পাবেন এবং একা তিনিই এটা দেখতে পাবেন।
এছাড়া মেটা এআই ভয়েস মোড ফিচার নিয়েও কাজ চলছে। যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন ইউজাররা। এক্ষেত্রে ইউকে এবং ইউএস দুই অ্যাকসেন্টই রাখা হবে। এতে মেটা এআই ভয়েস মোডে কারও বুঝতে অসুবিধা হবে না।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।