ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এ প্রযুক্তি। এ পরিস্থিতিতে খ্যাতনামা সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি নতুন টুল আনছে।
বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে জানা গেছে, অ্যাডোবি লিখিত প্রম্পট থেকে ভিডিও তৈরির জন্য এআই প্রযুক্তির জন্য নতুন টুল উন্মক্ত করেছে। এ টুলটির নাম দেয়া হয়েছে ‘অ্যাডোবি ফায়ারফ্লাই ভিডিও মডেল’। এ টুলটির মাধ্যমে বার্তা ও ছবি পাঠিয়ে পছন্দের ভিডিও তৈরি করা যাবে। এটি স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হবে।
এতে আরও উল্লেখ করা হয়, ওপেনএআই এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘ফায়ারফ্লাই ভিডিও মডেল’ টুলটি সেরা। চলতি বছরের শুরু থেকেই টুলণটি আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। অ্যাডোবির ওয়েবসাইটে পাবলিক বেটা হিসেবে পাওয়া যাবে এ মডেল। তবে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
এছাড়া অ্যাডোবি প্রিমিয়ার প্রো-তেও ফায়ারপ্লাই ভিডিও মডেল পাওয়া যাবে। তবে সেখানে জেনারেটিভ এক্সটেন্ড নামক একটি নতুন ফিচারের মধ্যে এটি থাকবে। টুলটি ৭২০ পিক্সেল বা ১০৮০ পিক্সেল রেজলিউশন ও ২৪ এফপিএসে ক্লিপের দৈর্ঘ্য দুই সেকেন্ড পর্যন্ত বাড়ানোর সুবিধা দেয়। ফলে অপ্রত্যাশিত গতির পরিবর্তনের মতো ফুটেজের ছোটখাটো বিষয় সমন্বয় করতে সাহায্য করবে এ টুল।
অ্যাডোবির তথ্যমতে, এ টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পছন্দের ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়া তৈরি করা এসব ভিডিও বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে। এর জন্য কোনো আইনগত বাধার সম্মুখীন হতে হবে না।
অ্যাডোবির ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান কারিগরি কর্মকর্তা এলি গ্রিনফিল্ড জানিয়েছেন, ভিডিও নির্মাতা ও সম্পাদনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজকে আরও সহজ করার জন্য টুলটি তৈরি করা হয়েছে। আর তাই ক্যামেরার অবস্থান, অ্যাঙ্গেল ও মোশনবিষয়ক বিভিন্ন কারিগরি দিক সম্পর্কেও প্রশিক্ষণ দেয়া হয়েছে টুলটিকে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।