Apan Desh | আপন দেশ

প্রযুক্তি বিশ্বে আলোচনায় টেসলার Pi ফোন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:৫৪, ২২ অক্টোবর ২০২৪

প্রযুক্তি বিশ্বে আলোচনায় টেসলার Pi ফোন

ছবি: সংগৃহীত

ইন্টারনেট জগতে এলন মাস্কের প্রযুক্তি কোম্পানি টেসলার উদ্ভাবিত নতুন ফোনকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বলা যেতে পারে ফোনটি নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। ফোনটি কবে বাজারে আসবে এ নিয়ে ফোন প্রেমিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। টেসলা উদ্ভাবিত এ ফোনটির নাম দেয়া হয়েছে টেসলা Pi/P. 

বলা হচ্ছে অ্যামাজিন প্রোডাক্ট হতে যাচ্ছে টেসলার এ স্মার্টফোনটি। কারণ ছাতার মতো দেখতে টেসলার লোগো ফোন প্রেমীদের নজর কেড়েছে। এছাড়া শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে ফোনটির ডিজাইন করা হয়েছে। ফোনটি কবে উন্মুক্ত করা হবে সে সম্পর্কে টেসলার প্রধান এলক মাস্ক কিছু বলেননি। তবে আশা করা হচ্ছে দ্রুতই এটি উন্মুক্ত করা হবে।

টেসলার এ ফোনটি দামেও কম নয়। তবে এখন পর্যন্ত অফিশিয়ালভাবে দামের ব্যাপারে কিছুই বলা হয়নি। অনেকে ধারণা করে বলেছেন মার্কিন বাজারে এর দাম হতে পারে ৮০০ থেকে ১২০০ ডলারের বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ৬৯ হাজার ডলার অথবা ১ লাখ ৪ হাজার টাকা। এলন মাস্ক জানিয়েছেন ফোনটিতে নাকি বিভিন্ন ধরনের সব অ্যামাজিন ফিচার যুক্ত করা হয়েছে। 

ফোনটিতে যেসব ফিচার যুক্তের কথা বলা হয়েছে-

১. সোলার চার্জার: টেসলার এ ফোনে থাকছে সোলার চার্জার ব্যবস্থা। ফলে বিদ্যুৎ সংযোগ থেকে দূরে থাকলেও ফোনে চার্জ করা নিয়ে চিন্তা করতে হবে না। তবে এর চার্জার কেমন হবে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। 

২. অ্যাস্ট্রোফটোগ্রাফি: অ্যাস্ট্রোফটোগ্রাফি মূলত AI বা ইন্টেলেকচুয়াল ইনটেলিজেন্স প্রযুক্তি সম্পন্ন একটি সুবিধা। আর এ সুবিধা যুক্ত থাকবে লেন্স এবং ক্যামেরাতে। যার মাধ্যমে অন্ধকার রাতেও পরিস্কার ছবি তুলতে সক্ষম হবে ফোনটি।  

৩. স্যাটেলাইট ইন্টারনেট: টেসলার এ ফোনটিতে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সরবরাহ করা হবে। 

৪. যানবাহন নিয়ন্ত্রণ: ইতোমধ্যে টেসলা গাড়ি নিয়ন্ত্রণ অ্যাপ নির্মাণ করেছে। যার মাধ্যমে গাড়ি লক এবং আনলক করা যাবে। এছাড়া মিউজিক চালানো এবং কন্ট্রোল করা যাবে। আর এ অ্যাপ চালানো যাবে শুধু টেসলার নতুন মোবাইলে। আর টেসলা ফোনের ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় চমক। 

৫. ক্রিপ্টো মাইনিং: টেসলার এ ফোনের মাধ্যমে খুব সহজে ক্রিপ্টো কারেন্সির ব্যবহার করা যাবে। ক্রিপ্টো কারেন্সির লেনদেন প্রক্রিয়া খুব সহজেই করা যাবে। 

৬. নিউরালিংক সাপোর্ট: এর মাধ্যমে খুব সহজে অনেকগুলো ডিভাইজ নিয়ন্ত্রণ করা যাবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়