মোবাইল ফোন ও সুগার মাপার মেশিন। ফাইল ছবি
বর্তমান সময়ে বেড়েই চলেছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। রক্তে শর্করা বা সুগারের মাত্রা অনেক বেড়ে গেলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বিপাকে পড়তে হয়। আবার একইভাবে সুগার লেভেল স্বাভাবিক মাত্রার নিচে নেমে গেলেও বিপদ। তাই নিয়মিত রক্তে সুগারের পরিমাণের দিকে তাদের নজর রাখতে হয়। তবে প্রতিদিন সুগার চেক করা সুতি কষ্টদায়ক। আর এর সমাধান নিয়ে আসতে যাচ্ছে অ্যাপল।
রক্তে সুগারের মাত্রা পরিমাপের জন্য অ্যাপ তৈরি করছে প্রতিষ্ঠানটি। দ্য ভার্জের প্রতিবেদন বলছে চলতি বছরে প্রাক-ডায়াবেটিকদের জন্য অ্যাপটি পরীক্ষা করছে অ্যাপল। ব্যবহারকারীদের খাদ্য ও জীবনযাত্রা সহজভাবে পরিচালনা করতে সাহায্য করবে অ্যাপটি। আর ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন।
প্রি-ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা, যেখানে কারও রক্তে শর্করা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, কিন্তু ডায়াবেটিসের মাত্রার চেয়ে কম থাকে। অ্যাপল বলছে, গ্রাহকদের জন্য অ্যাপটি চালু করার কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতের স্বাস্থ্যপণ্যে এটি ভূমিকা রাখতে পারে। অ্যাপটি অভ্যন্তরীণভাবে পরীক্ষা করেছে কোম্পানিটি। অ্যাপল কর্মীদের রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল যে, তারা টাইপ টু ডায়াবেটিস এর ঝুঁকিতে আছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীরা বাজারে পাওয়া বিভিন্ন ডিভাইস ব্যবহার করে তাদের রক্তের শর্করা পর্যবেক্ষণ করেছেন। সেখান থেকে গ্লুকোজের পরিবর্তনগুলো দেখছে। এরপর অ্যাপটি খাদ্যের পরিবর্তন এবং রক্তের শর্করার স্তরের মধ্যে সম্পর্ক দেখাবে। মার্ক গুরম্যান জানিয়েছেন অ্যাপটি নিয়ে অ্যাপল কাজ করলেও বর্তমানে সেটা বাদ দিয়ে তারা তাদের হেলথ অ্যাপটি আরও উন্নত করতে ব্যস্ত।
বর্তমানে অ্যাপলের হেলথ অ্যাপে খাবার পর্যবেক্ষণের সুযোগ নেই। যা অন্যান্য প্রতিষ্ঠানের সেবায় রয়েছে। ভবিষ্যতে অ্যাপল পার্ড পার্টি গ্লুকোজ ট্র্যাকিং বা রক্তে শর্করা পরিমাপের সুবিধা তাদের পণ্যগুলোতে যুক্ত করতে পারে। রক্ত ছাড়াই শর্করা পরিমাপ করার জন্য অ্যাপল ১৫ বছর ধরে আরেকটি গবেষণা করছে। নতুন অ্যাপ এ গবেষণার সঙ্গে সম্পর্কিত নয় বলে জানিয়েছে ব্লুমবার্গ।
বর্তমানে অধিকাংশ রক্তের শর্করা পরীক্ষা করতে ত্বকে সূঁচ ঢুকাতে হয়, যেটা কষ্টদায়ক। তবে ধারণা করা হচ্ছে অ্যাপল সম্ভবত এমন কিছু তৈরি করছে যা অপটিক্যাল অ্যাবসোর্চন স্পেকট্রোস্কোপি এবং লেজার ব্যবহার করে ত্বকে ছিদ্র ছাড়াই রক্তের সুগার মাত্রা জানাবে।
অ্যাপলের একটি কার্যকর প্রোটোটাইপ ডিভাইস রয়েছে, কিন্তু এটি এখনো অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করা হয়নি। এটি অ্যাপল ওয়াচের সঙ্গে যুক্ত করতে কোম্পানিটির সম্ভবত আরও কিছুদিন সময় সময় লাগবে। রক্তের শর্করা ট্র্যাকিং ফিচার থাকবে। এ ফিচার ত্বকে কোনো ছিদ্র না করেই রক্তের শর্করা পরিমাপ করতে পারবে। যদিও কবে এ সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে এখনো কিছু বলছে না অ্যাপল।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।