Apan Desh | আপন দেশ

স্কুলে ক্লাস করবে রোবট

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৬, ১৫ নভেম্বর ২০২৪

স্কুলে ক্লাস করবে রোবট

শিশুদের স্কুলে রোবট। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে চিকিৎসায় থাকা বা মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভুগছে এমন শিশুদের হয়ে স্কুলে উপস্থিত থাকে রোবট। মূলত অনুপস্থিতির সময় সহপাঠী ও স্কুলের সঙ্গে শিশুর সংযোগ অব্যাহত রাখতে নরওয়েজিয়ান কোম্পানি নো আইসোলেশন, এভিওয়ান (AV1) নামে এমন একটি রোবট তৈরি করেছে। 

মানুষের মতো দেখতে এ রোবট ক্লাসে শিশুদের জায়গা নেবে। অনুপস্থিত শিশুটির চোখ, কান এবং কণ্ঠস্বর হিসেবে কাজ করে তার সঙ্গে সম্পৃক্ত থাকতে সাহায্য করে।

এভিওয়ান রোবটে একটি ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার লাগানো থাকে। এটি ৩৬০ ডিগ্রি মাথা ঘোরাতে পারে। শিক্ষকরা রোবটটিকে শ্রেণিকক্ষের ডেস্কে রাখে। শিক্ষার্থীরা একটি অ্যাপ ব্যবহার করে দূর থেকে এটি নিয়ন্ত্রণ করে।

শিক্ষার্থীরা স্পিকারের মাধ্যমে শিক্ষক বা তাদের সহপাঠীদের সঙ্গে কথা বলতে পারে এর মাধ্যমে। রোবটটি তার সামনে থাকা ব্যক্তি বা বস্তুর ইমেজ নিয়ে তার পরিচিতি নির্বাচন করতে পারে।

এ বিষয়ে নো আইসোলেশনের বিপণন পরিচালক ফ্লোরেন্স স্যালিসবারি বলছেন, সোয়াইপ করে শিশুরা শ্রেণিকক্ষের বিভিন্ন অংশ দেখতে পাবে বাসায় বসেই।

তিনি জানিয়েছেন, ১৭টি দেশে তিনহাজারটি সক্রিয় এভিওয়ান ইউনিট রয়েছে। এর মধ্যে বেশিরভাগই যুক্তরাজ্য এবং জার্মানিতে। উভয় দেশেই একহাজারটিরও বেশি রোবট চালু রয়েছে। যুক্তরাজ্যের, স্কুলগুলি প্রতি মাসে প্রায় ১৫০ পাউন্ড করে এ রোবট ভাড়া নিচ্ছে।

সালিসবারি বলেন, সম্ভবত রোবটের সবচেয়ে বড় সুবিধা হলো সামাজিক বন্ধন বজায় রাখার ক্ষমতা। এ রোবট ব্যবহারের মাধ্যমে একজন শিশু স্কুলের বন্ধুদের সঙ্গে দুপুরে একসঙ্গে খাবার খাওয়ার অনুভূতি উপলব্ধি করতে পারে। এ রোবট তাকে তাদের সামাজিক বৃত্তে অন্তর্ভুক্ত থাকতে সহায়তা করে।

তিনি জানান, দীর্ঘ অনুপস্থিতির সময়ে সহপাঠী ও স্কুলের সঙ্গে এ সংযোগটি সত্যিই সে ছাত্রের জন্য একটি লাইফলাইন হয়ে ওঠে। 

সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুসারে, ইংল্যান্ডের ১৯ শতাংশের বেশি ছাত্র ২০২৩-২৪ সালে শরৎকালের স্কুলে অবিরাম অনুপস্থিত ছিল। তার মধ্যে ৭.৮ শতাংশ শুধুমাত্র অসুস্থতার কারণে।

এ এভিওয়ান রোবটটি মহামারির আগে চালু করা হয়েছিল। যুক্তরাজ্যের চার্টওয়েল ক্যান্সার ট্রাস্টের কাছে এ ধরনের ২৫টি রোবট রয়েছে যা গুরুতর অসুস্থ শিশুদের জন্য পরিষেবা সরবরাহ করে।

এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি মাইকেল ডগলাস বলেন, রোবটগুলি নিবিড় পরিচর্যার সময়ও শিশুদের তাদের শিক্ষার সঙ্গে জড়িত থাকতে সক্ষম করে। শিশুদের সামাজিক এবং শিক্ষাগতভাবে সংযুক্ত থাকতে এ রোবট কার্যকর।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়