Apan Desh | আপন দেশ

জেমিনি এআইয়ের উন্নত ভার্সন আনছে গুগ্‌ল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ২২ নভেম্বর ২০২৪

জেমিনি এআইয়ের উন্নত ভার্সন আনছে গুগ্‌ল

জেমিনি এআইয়ের উন্নত ভার্সন আনছে গুগ্‌ল। ফাইল ছবি

‘জেমিনি’ কৃত্রিম মেধাকে আরও শক্তিশালী করছে ‘গুগ্‌ল’। আগামী দিনে ভয়েস চ্যাটেও একে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে বহুজাতিক টেক জায়ান্ট সংস্থা। আইফোন ব্যবহারকারীদের জন্য ইতিমধ্যেই বিনামূল্যে জেমিনি অ্যাপ চালু করেছে গুগ্‌ল। যা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ১০টির বেশি ভাষায় এ অ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। ভাষার সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে গুগ্‌ল।

সম্প্রতি জেমিনির নতুন সংস্করণের বৈশিষ্ট্য সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করেন অ্যান্ড্রয়েড কর্তৃপক্ষ। জেমিনি অ্যাপের মাধ্যমে যে কোনও বিষয় সম্পর্কে ব্যবহারকারীরা সঠিক তথ্য পেতে পারেন। এটি পড়ুয়াদের নতুন কিছু শিখতে সাহায্য করে। এ অ্যাপে জেমিনি লাইভ নামের একটি নতুন বৈশিষ্ট্য যোগ করেছে গুগ্‌ল। এটি জেমিনিকে রিয়্যাল টাইম কাজ করার অনুমতি দেয়। ফলে ব্যবহারকারীরা একসঙ্গে অনেকগুলি কাজ করতে পারবেন।

বর্তমানে গুগ্‌লের গ্রাহকেরা আপলোড করা স্প্রেডশিট বা নথি নিয়ে কোনও রকমের আলোচনা করতে পারেন না। জেমিনির নতুন ভার্সানে যা সহজেই করা যাবে। কারণ স্প্রেডশিটগুলি আর জেমিনি ইন্টারফেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে ভয়েস ইন্টারঅ্যাকশনের সাহায্যে অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধাও পাবেন গ্রাহক।

জেমিনি এআইয়ের সুবিধা সকলেই পাবেন এমনটা নয়। বর্তমানে জেমিনি শুধুমাত্র অ্যাডভান্স গ্রাহকেরাই ব্যবহার করতে পারেন। ফলে প্রিমিয়াম গ্রাহকেরাই যে এর উন্নত ভার্সান নিয়ে কাজ করতে পারবেন। তা এক রকম স্পষ্ট।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়