Apan Desh | আপন দেশ

রোববার রাতে ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:২৮, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:১১, ৩০ নভেম্বর ২০২৪

রোববার রাতে ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকবে 

ফাইল ছবি

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেম (SMW4)-এর ক্যাবলের ত্রুটি নিরসন হবে। এর জন্য আগামী রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে ৩ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা ব্যাহত হবে।

শনিবার (৩০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়, সোমবার (২ ডিসেম্বর) রাত ৩টা থেকে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে। কাজটি চলবে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত। কক্সবাজারে স্থাপিত SMW4 সাবমেরিন ক্যাবল সিস্টেমের ক্যাবলের ত্রুটি নিরসন করা হবে। রক্ষণাবেক্ষণ চেন্নাই ও সিঙ্গাপুর প্রান্তের ল্যান্ডিং স্টেশনে করা হবে।

এ সময়ে SMW4 এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে ও সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিপিএলসি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়