ফাইল ছবি
বিশ্বের নিম্নমধ্যম আয়ের ১২ দেশের মধ্যে স্মার্টফোন ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান পিছিয়ে। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (জিএসএমএ) এর প্রকাশিত ‘দ্য স্টেট অব মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে মোবাইল ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
জরিপ অনুযায়ী, বাংলাদেশের শহরে ৪১ শতাংশ ও গ্রামে ২৬ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। তবে এ তুলনায় মিসর, কেনিয়া, নাইজেরিয়া, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো, গুয়াতেমালা ও সেনেগালের মতো দেশ এগিয়ে। বাংলাদেশের চেয়ে পেছনে রয়েছে কেবল ইথিওপিয়া ও উগান্ডা।
দেশের আর্থসামাজিক বাস্তবতা স্মার্টফোন ব্যবহারের সীমাবদ্ধতার প্রধান কারণ। করপোরেট প্যাকেজ ও সহজলভ্য কিস্তি সুবিধার অভাবে সাধারণ মানুষ স্মার্টফোন কিনতে পারছেন না। অনেকেই স্মার্টফোনের চাহিদাও অনুভব করছেন না।
বাংলাদেশে শহরের ৪৩ শতাংশ ও গ্রামের ২৭ শতাংশ মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। ইথিওপিয়া বাদে সব দেশই এ ক্ষেত্রে এগিয়ে। প্রতিবেদনে উঠে এসেছে, ইন্টারনেট ব্যবহারে বড় বাধা হচ্ছে ডিজিটাল সাক্ষরতার অভাব।
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট মূলত ব্যবহার হচ্ছে ভিডিও কল ও অনলাইন ভিডিও দেখায় (৯৩ শতাংশ)। এছাড়া সামাজিক যোগাযোগ, বিনোদন, বার্তা আদান-প্রদান ও খবর পড়তে ব্যবহৃত হয়। কৃষি, শিক্ষা বা সরকারি সেবার জন্য ব্যবহার কম।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রচুর অর্থ ব্যয় হলেও নীতি-প্রয়োগ ও চাহিদা সৃষ্টিতে ঘাটতি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলছেন, সাধারণ মানুষ জানেন না কীভাবে স্মার্টফোন ও ইন্টারনেট জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে। প্রতারণার শিকার হওয়ার ভয়ে অনেকেই ইন্টারনেট ব্যবহার এড়িয়ে যান।
রবি আজিয়াটা'র করপোরেট অফিসার সাহেদ আলম বলছেন, ইন্টারনেট ব্যবহার বাড়াতে নীতি পরিবর্তন জরুরি। ডেটার খরচ কমানো ও সহজলভ্য প্যাকেজ চালু করা হলে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ বাড়বে।
জিএসএমএ'র মতে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে মোবাইল ইন্টারনেট সচেতনতা মাত্র ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি আরও বাড়াতে ডিজিটাল শিক্ষার প্রসার এবং নীতি-নির্ধারণে গতি আনতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।