Apan Desh | আপন দেশ

মেসেজ রিপ্লাই ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১০:৪২, ১০ ডিসেম্বর ২০২৪

মেসেজ রিপ্লাই ভুলে গেলে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ

ফাইল ছবি

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিদিন কোটি কোটি মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ব্যবহারকারীরা শুধু ব্যক্তিগত বার্তা নয়, জরুরি ফাইল, ছবি, ভিডিও আদান-প্রদান করেন এখানে। কিন্তু অনেক সময় মেসেজ রিসিভ হওয়ার পর রিপ্লাই দিতে ভুলে যান বেশিরভাগ ব্যবহারকারী। এখন থেকে হোয়াটসঅ্যাপ এমন ব্যবহারকারীদের সাহায্য করবে ভুলে গেছেন এমন বার্তার জন্য পাঠাবে নোটিফিকেশন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার পরীক্ষা করছে। যা ব্যবহারকারীদের মেসেজের রিপ্লাই দিতে ভুলে গেলে তাদেরকে নোটিফাই করবে। এ ফিচারটি বিশেষভাবে উপকারী হবে যখন কোনো জরুরি মেসেজ বা কাজের মাঝে এমন কিছু মেসেজ রিসিভ করা হয়। যার রিপ্লাই দেয়ার জন্য সময় পার হয়ে যায়। এখন থেকে এমন মেসেজের জন্য হোয়াটসঅ্যাপ আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে।

জানা গেছে, এই মুহূর্তে ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ২.২৪.০.২৫.২৯ ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে চালু হবে ফিচারটি। শুধু মেসেজ নয়, স্ট্যাটাস মিস করে গেলেও নোটিফাই করবে হোয়াটসঅ্যাপ। 

যেভাবে কাজ করবে ফিচারটি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যার সঙ্গে বেশি ঘনিষ্ঠ সেটি মনিটরিং করবে একটি অভ্যন্তরীণ অ্যালগরিদম। এর উপর ভিত্তি করে আপনি যদি ওই সমস্ত চ্যাটের মেসেজে রিপ্লাই দিতে ভুলে যান, তাহলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। এটি সেইসব চ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের সঙ্গে ব্যবহারকারীরা বেশি কথা বলেন। 

এ পদ্ধতিতে যে ডাটা থাকবে তা লোকাল স্টোরেজে সংরক্ষণ করবে হোয়াটসঅ্যাপ। চাইলে এখনই বিটা প্রোগ্রামে সাইনআপ করে এই ফিচারটি পরীক্ষা করতে পারেন। আগামী স্টেবল আপডেটের মাধ্যমে ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে। যদি ফিচারটি ব্যবহার করতে ব্যর্থ হোন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপের ভার্সন আপডেট করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়