Apan Desh | আপন দেশ

৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ বাংলাদেশে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১১:৪৫, ১৭ ডিসেম্বর ২০২৪

৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ বাংলাদেশে

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশে ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ইমো। স্বচ্ছতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি থেকেই এ পদক্ষেপ নেয়া হয়।

অক্টোবরে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস উপলক্ষে বিশ্বব্যাপী আস্থা তৈরির জন্য এ তথ্য প্রকাশ করে ইমো। অ্যাপটি ৭ দিন ২৪ ঘণ্টা এআই দিয়ে পাবলিক কনটেন্ট চিহ্নিত করে। ব্যবহারকারীদের ক্ষতিকর আচরণ রিপোর্ট করতে উৎসাহিত করে।

এ বছরের প্রথম প্রান্তিকে ক্ষতিকর কনটেন্ট পোস্ট করার মাধ্যমে কমিউনিটিতে প্রভাব ফেলতে পারে এরকম বিদ্বেষমূলক কর্মকাণ্ড এড়াতে ব্যবহারকারীর রিপোর্ট করা ৯০ হাজার কেস চিহ্নিত করে ইমো। কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া সকল ব্যবহারকারীর জন্য অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও নির্ভরযোগ্য একটি পরিবেশ গড়ে তুলতেই ইমোর কমিউনিটি গাইডলাইন তৈরি করা হয়।

বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখা নিশ্চিত করতে সকল ব্যবহারকারী ও কনটেন্ট ক্রিয়েটর নির্বিশেষে সবার ক্ষেত্রে একইভাবে এ গাইডলাইন প্রয়োগ করা হয়। একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ কমিউনিটি নিশ্চিত করতে প্ল্যাটফর্মটি সবসময়ই আরো বেশি প্রাসঙ্গিক ফিচার নিয়ে আসছে। ধারাবাহিকভাবে অ্যাপ্লিকেশন আপগ্রেড করছে। ইন্টারনেট ব্যবহার করার সময় আরো সাবধান ও নিরাপদ থাকার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের মাস অক্টোবর একদম যথার্থ। ব্যবহারকারীর জন্য নিরাপত্তা ও প্রাইভেসি সুরক্ষা দিতে ইমো সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়