Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হতে পারে কাল থেকে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১৮ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হতে পারে কাল থেকে

ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা শঙ্কার জেরে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের একটি আপিল বাতিল হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে মার্কিন সরকার পদক্ষেপ না নিলে আগামীকাল (১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। এদিকে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের রায় প্রত্যাশিত ছিল। সবার একে সম্মান জানানো উচিত।  সব মিলিয়ে স্পষ্টই যে, যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হচ্ছে কাল থেকে।

শনিবার (১৮ জানুয়ারি) টিকটক কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবৃতিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, বাইডেন প্রশাসন এবং বিচার বিভাগ উভয়ই টিকটকের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য অপরিহার্য পরিষেবা সরবরাহকারীদের প্রয়োজনীয় স্পষ্টতা এবং আশ্বাস দিতে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রশাসন যদি অবিলম্বে ভিডিও অ্যাপটিকে নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য তাদের শাস্তি দেয়া হবে না এমন নিশ্চয়তা দিতে পদক্ষেপ না নেয়। তবে রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রুলিংয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ও কংগ্রেসের সমর্থন করা একটি আইন বহাল রাখে। ওই  আইনে বলা হয়েছে অ্যাপটির মালিক বাইটড্যান্স যদি টিকটককে বিক্রি না করে তবে রোববরা (১৯ জানুয়ারি) থেকে তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে।

এদিকে বাইটড্যান্স টিকটক বিক্রি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত রোববার অ্যাপটির মার্কিন কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করেছে তারা। 

নিষেধাজ্ঞার বিষয়টি সামনে চলে এলেও বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা তা কার্যকর করবে না, বরং বিষয়টি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার জন্য রেখে যাবে।

এ বিষয়ে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের রায় প্রত্যাশিত ছিল। সবার একে সম্মান জানানো উচিত। শিগগিরই টিকটক বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়